শীর্ষ আসন হারালেন সাকিব

0

খেলাধুলা : কোনও পারফরম্যান্স না করেই রবিচন্দ্রন অশ্বিনকে হটিয়ে টেস্ট অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে শীর্ষে উঠেছিলেন সাকিব আল হাসান। যার ফলে তিন ফরম্যাটে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষে থাকার স্বাদ নিয়েছিলেন।

গলে ব্যাটে বলে সেভাবে জ্বলে না উঠাতে ফের আগের অবস্থানেই ফিরলেন বাংলাদেশি তারকা। তাকে সরিয়ে ফের নিজের শীর্ষ স্থান ফিরে পেয়েছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। শীর্ষে থাকা অশ্বিনের রেটিং পয়েন্ট ৪৩৪। ৪০৩ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানেই রয়েছেন সাকিব আল হাসান। অফস্পিনার অশ্বিন অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের পরেই শীর্ষ স্থানচ্যুত হন। ৭ উইকেট নিলেও স্কোর ছিল বাজে। দ্বিতীয় টেস্টে আরও ৮ উইকেট নিয়ে নিজের ভাণ্ডার করেছেন সমৃদ্ধ।

উল্টো দিকে সাকিব গলে ৩ উইকেটের পাশাপাশি করেছেন ৩১ রান। যার প্রভাব পড়েছে র‌্যাংকিং টেবিলে।

সাকিব পেছালেও ব্যাটিংয়ে ক্যারিয়ারসেরা রেটিং পয়েন্ট পেয়েছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। গলের ৮৫ ও ৩৪ রানে চার ধাপ এগিয়ে ২৯ নম্বরে ওঠা মুশফিকের পয়েন্ট এখন ৬২৯। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তাঁর চেয়ে এগিয়ে আছেন শুধু সাকিব। যদিও ছয় ধাপ পিছিয়ে ২৬-এ নেমে গেছেন এই বাঁহাতি। বোলিংয়ে তিন ধাপ পেছালেও বাংলাদেশের সেরা বোলার সাকিবই (১৮তম)। এরপরই আছেন চার ধাপ এগিয়ে ৩৬-এ ওঠা অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ। ব্যাটিংয়ে সবার ওপরে অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ, বোলিংয়ে যৌথভাবে ভারতের অশ্বিন ও জাদেজা

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.