প্রধানমন্ত্রীর ভারত সফর ৭ এপ্রিল

0

সিটিনিউজ ডেস্ক::ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৭ এপ্রিল চার দিনের সফরে দিল্লি যাচ্ছেন। সফরের দ্বিতীয় দিন ৮ এপ্রিল দুই প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীদের শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনার দিল্লি সফরের সময়সূচি যৌথভাবে ঘোষণা করেছে।

এর আগে গত বছরের ডিসেম্বরে তিন দফা পেছানো হয় শেখ হাসিনার সফরসূচি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রায় সাত বছর পরে ভারত সফরে যাচ্ছেন। এর আগে তিনি ২০১০ সালের জানুয়ারি মাসে রাষ্টীয় সফরে ভারত গিয়েছিলেন। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৫ সালের জুন মাসে বাংলাদেশ সফরে আসেন। ভারতে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম বিদেশ সফর।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন এই সফর ভারত এবং বাংলাদেশের আন্তরিক ও সহযোগিতামূলক সম্পর্ককে আরও সম্প্রসারিত করবে। এই সহযোগিতা দুই দেশের নেতাদের গভীর বন্ধন ও বন্ধুত্বের ভিত্তিতে গড়ে উঠেছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.