‘নিবন্ধনের ভয় দেখিয়ে বিএনপিকে নির্বাচনে নেয়া যাবে না’

0

সিটিনিউজ ডেস্ক::বিএনপিকে নিবন্ধনের ভয় দেখিয়ে নির্বাচনে নেয়া যাবে না’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। নির্বাচন কাঠামো শক্তিশালী না হলে দেশের জনগণ নির্বাচন হতে দেবে না, নির্বাচন হবে না।’

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ঘুরে দাঁড়াও বাংলাদেশ আয়োজিত বিএনপির প্রয়াত মহাসচিব অ্যাডভোকেট খোন্দকার দেলোয়ার হোসেনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় এসব কথা বলেন তিনি।

খসরু বলেন, ‘গুম-খুনের মাধ্যমে কাউকে আর নির্বাচনে যেতে দেয়া হবে না।’

২০০১ সালে বিএনপির ক্ষমতায় আসা নিয়ে আওয়ামী লীগের দেয়া তথ্যের বিষয়ে খসরু বলেন, ‘তাহলে পরবর্তীতে আপনারাও একই প্রক্রিয়ায় ক্ষমতায় এসেছেন। যদি এভাবে ক্ষমতায় আসা যায়, তাহলে দেশে ভোটের কোনো দরকার নেই।’

তিনি বলেন, এভাবে দেশকে ছোট করবেন না। জনগণের ভোটের কোনো প্রভাব নেই, তা আপনার কথায় প্রমাণিত হয়।

“ভারতে যাবার আগে বিএনপি ‘র’ ও আমেরিকার মাধ্যমে ক্ষমতায় এসেছে”- এসব কথা কেন বলছেন, প্রশ্ন রেখে তিনি বলেন, তাহলে কী কোনো কিছু চাপা দেয়ার চেষ্টা করছেন। দৃষ্টি অন্যদিকে নেয়ার চেষ্টা করছেন।

প্রসঙ্গত, ১১ মার্চ ‘ভারতের কাছে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ২০০১ সালে খালেদা জিয়া ক্ষমতায় আসেন’ বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ওই নির্বাচনে আওয়ামী লীগকে হারাতে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ ও যুক্তরাষ্ট্র একজোট হয়েছিল। তখন ‘র’ এর প্রতিনিধি ও যুক্তরাষ্ট্রের দূতাবাসের লোক বিএনপি চেয়ারপারসনের কার্যালয় হাওয়া ভবনে বসে থাকতেন।

আয়োজক সংগঠনের সভাপতি কাদের সিদ্দীকির সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমত উল্লাহ, সাংবাদিক কাদের গণি চৌধুরী প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.