চসিকের অভিযানে ৬০ অবৈধ দোকান উচ্ছেদ

0

নিজস্ব প্রতিবেদক::চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ঢাকা-চট্টগ্রাম রেল লাইন হয়ে ডিটি রোড পর্যন্ত আকবরশাহ রোডের উভয় পার্শ্বে রাস্তার বর্ধিত অংশের উপর অবৈধভাবে নির্মিত ৬০টি দোকান উচ্ছেদ করা হয়েছে।

বৃহষ্পতিবার (১৬ মার্চ) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যুথিকা সরকার এর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়

এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীদা শরমিনের নেতৃত্বে পৃথক অভিযান পরিচালিত হয়।ভ্রাম্যমাণ আদালতকে সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স প্রদর্শনে ব্যর্থ হওয়ায় ও নির্ধারিত সময়ে নবায়ন না করার অপরাধে পাহাড়তলী থানাধীন সিডিএ মার্কেটের আয়শা হোটেলকে ৫ হাজার টাকা, বেষ্ট কালেকশনকে ৫ হাজার টাকা,রিটেল শপকে ৫ হাজার টাকা,হযরত মামুন খলিফা গার্মেন্টসকে ৫ হাজার টাকা, ডবলমুরিং থানাধীন পাঠানটুলী চৌমুহনীর ইসলাম ব্রাদার্সকে ৩ হাজার টাকা, বাংলাদেশ টি ষ্টোরকে ২ হাজার টাকা, বিসমিল্লাহ প্লাষ্টিক ষ্টোরকে ২ হাজার টাকা, ফ্রেশ ইন রেস্তোরাকে ৫ হাজার টাকা, কোতোয়ালী থানাধীন রিয়াজুদ্দিন বাজার রয়েল প্লাজার শাহাদাত ষ্টোরকে ১ হাজার টাকা, মায়ের দোয়া লেদারকে ৫ হাজার টাকা, শাহ আমানত এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা, কে এম লেদারকে ১ হাজার টাকা, রূপসী বাংলাকে ২ হাজার টাকা, মেসার্স মাসুম ষ্টোরকে ৩ হাজার টাকা, এম জে এল ট্রেডিংকে ৩ হাজার টাকা, রিজোয়ান কমপ্লেক্সের আনবার ষ্টোরকে ৫ হাজার টাকা, আসাদ এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, চৌধুরী মার্কেটের মদিনা টেলিকমকে ৫ হাজার টাকা ও রহমান ম্যানশনের খোয়াজ ষ্টোরকে ৫ হাজার টাকা সহ সর্বমোট ৬৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট রাজস্ব সার্কেল সমূহের কর্মকর্তা-কর্মচারীগণ ও সিএমপি পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.