মোস্তাফিজ ঝড়ে এলোমেলো শ্রীলঙ্কা

0

স্পোর্টস ডেস্ক::দিমুথ করুনারত্নে আর কুশল মেন্ডিস মিলে শ্রীলঙ্কাকে লিড এনে দেয়াই নয় শুধু, ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে উঠছিলেন। মুশফিকুর রহীম বার বার বোলার পরিবর্তন করেও কোনো সাফল্য পাচ্ছিলেন না। কেউ এনে দিতে পারলেন না ব্রেক থ্রু। দু’জনের ৮৬ রানের জুটিতে অবশ্য ভাঙন ধরান কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। রিভিউ নিয়ে কুশল মেন্ডিসকে সাজঘরে ফেরান তিনি।

কুশল মেন্ডিসের আউটের পরই যেন ছন্দে ফিরেছে বাংলাদেশ। তাও মোস্তাফিজ ঝড়ে। সাকিব আল হাসানও তার সঙ্গে যোগ দেন। ১ উইকেটে ১৪৩ রান থেকে ৫ উইকেটে ১৭৭ রান শ্রীলঙ্কার। এর মধ্যে তিনটি উইকেটই নেন মোস্তাফিজুর রহমান। তিনটিই উইকেটের পেছনে মুশফিকের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন মোস্তাফিজ।

মোস্তাফিজের বলে উইকেট হারান কুশল মেন্ডিস (৩৬) (৫), দিনেশ চান্দিমাল এবং ধনঞ্জয়া ডি সিলভা (০)। অ্যাসেলা গুনারত্নেকে (৭) এলবির শিকারে পরিণত করেন সাকিব আল হাসান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.