রকেট ইঞ্জিনের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

0
আন্তর্জাতিক ডেস্ক::বিশ্ব ব্যাপী চলা সমালোচনার মধ্যেই এবার উচ্চ ক্ষমতাসম্পন্ন রকেট ইঞ্জিনের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এমনটি জানিয়েছে রবিবার। সেখানে বলা হয়, দেশটির সর্বোচ্চ নেতা এই পরীক্ষাকে উত্তর কোরিয়ার রকেট শিল্পের ‘নব জন্ম’ হিসেবে ঘোষণা করেছেন।
এই ইঞ্জিনের মাধ্যমে উত্তর কোরিয়া বিশ্বমানের স্যাটেলাইট উৎক্ষেপণের ক্ষমতা অর্জন করেছে বলে জানানো হয়।
বিবিসি উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ’র বরাত দিয়ে জানা, এই পরীক্ষা কিম জঙ-উন নিজে উপস্থিত ছিলেন। তিনি বলেছেন, এই পরীক্ষার বিশ্ব আরো একবার প্রত্যক্ষ করবে উত্তর কোরিয়ার সামর্থ্য।
উত্তর কোরিয়ার বন্ধু হিসেবে পরিচিত চীনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী টিলারসনের সফরকালে এমন পরীক্ষায় আবারো আলোচনার ঝড় উঠেছে পশ্চিমা মিডিয়াতে। সেখানে জানানো হয়, উত্তর কোরিয়ার পরমাণু শক্তি ও ক্ষেপণাস্ত্র বিষয় ক্ষমতা অর্জনে উদ্বেগ প্রকাশ করে চীন সফরে গিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বিবিসি।
এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.