নোংরা পরিবেশ ও বিষাক্ত রং দিয়ে বেকারির খাবার

0

নিজস্ব প্রতিনিধি :  নোংরা পরিবেশ বিষাক্ত কাপড়ের রং ও অ্যামোনিয়া দিয়ে তৈরি হচ্ছে বেকারির খাবার। রোববার (১৯ মার্চ)নগরীর মাদারবাড়ি এলাকায় সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এমন চিত্র দেখতে পান ম্যাজিস্ট্রেট।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীদা শরমিন সদরঘাট থানাধীন পশ্চিম মাদারবাড়ি এলাকায় বিষাক্ত কাপড়ের রং ব্যবহার করে বেকারির খাদ্য তৈরির অপরাধে ভোক্তা অধিকার আইনে মাহফুজুর রহমান বেকারিকে ৪০ হাজার টাকা ও মানবদেহের জন্য ক্ষতিকারক অ্যামোনিয়া ব্যবহার করায় প্যারাগন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

অপর অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট যুথিকা সরকার দারোগাহাট সড়কে নোংরা পরিবেশ ও খাদ্য দ্রব্যের ওপর নালার মশা-মাছি বসায় জাফর বেকারির মনির উদ্দিনকে ৫ হাজার টাকা, পশ্চিম মাদারবাড়িতে বিষাক্ত রং, নোংরা ফ্লোর ও খাবার অনুপযোগী তেল ব্যবহার ব্যাবহার, কর্মরত শ্রমিকদের হাতে গ্লাভস না থাকায় এসএস ফুডকে ৪০ হাজার টাকা, যুগি চাঁন্দ মসজিদ লেইনের অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশ কারখানায় নিয়োজিত শ্রমিকরা ময়লাযুক্ত পায়ে খাবার রুটি তৈরি এবং রুটির বক্সে তৈলাক্ত এবং হাতে গ্লাভস না থাকায় প্রগতি বেকারির মো. মামুনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.