দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে জিজ্ঞাসাবাদ

0
আন্তর্জাতিক ডেস্ক::দক্ষিণ কোরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পার্ক গিউন হাইকে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার কেলেঙ্কারির ঘটনায় মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করেছেন প্রসিকিউটররা।
সিউলে প্রসিকিউটরের দপ্তরে পৌঁছানোর পর তিনি জনগণের কাছে ক্ষমা চান এবং বলেন, ‘আমি আন্তরিকভাবে এ তদন্ত কাজে সহযোগিতা করবো।’
দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট পার্ক গত ডিসেম্বর মাসে পার্লামেন্ট ভোটে অভিশংসিত হন। বড় ধরনের আর্থিক দুর্নীতির প্রশ্নে তাকে অপসারণের দাবিতে লাখ লাখ মানুষ রাজপথে নামার পর পার্লামেন্টে এ নিয়ে ভোট হয়। এ মাসের গোঁড়ার দিকে দক্ষিণ কোরিয়ার শীর্ষ আদালত তার অপসারণ নিশ্চিত করলে দেশটির এ নারী প্রেসিডেন্টের রাজনৈতিক কর্মজীবনের অবসান ঘটে। উল্লেখ্য, সামরিক সমর্থিত একনায়ক পার্ক চুং হীর কন্যা হওয়ায় তিনি প্রেসিডেন্ট প্রাসাদে বেড়ে ওঠেন।
পার্কের ঘনিষ্ঠ বন্ধু চই সুন সিল রাজনৈতিক প্রভাব খাটিয়ে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন বড় বড় কোম্পানির কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় করেছেন এমন অভিযোগের ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ঘুষ গ্রহণ ও দুর্নীতির মামলায় চইকে অভিযুক্ত করা হয়েছে। পার্কের বিরুদ্ধেও ক্ষমতার অপব্যবহার ও ঘুষ গ্রহণের একাধিক মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় অভিযুক্ত হলে এক্ষেত্রে তিনি হবেন দক্ষিণ কোরিয়ার চতুর্থ নেতা।
এদিকে মঙ্গলবার পার্কের সমর্থকদের সিউলে তার বাড়ির বাইরে জড়ো হতে দেখা যায়। এসময় কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যদিয়ে পার্ককে প্রসিকিউটরের দপ্তরে নেয়া হয়। বিবিসি।
এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.