ভুয়া ড্রাইভিং লাইসেন্সসহ আটক ৩

0

নিজস্ব প্রতিবেদক::চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার শোলকবহরস্থ আল-মাদানী রোড এলাকা থেকে বিপুলসংখ্যক জাল ড্রাইভিং লাইসেন্স ও বিভিন্ন নামে সিলসহ জালিয়াত চক্রের সক্রিয় তিন সদস্যকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার ভোররাতে তাদের আটক করা হয়।

আটকরা হলেন কুমিল্লা জেলার চান্দিনা থানার রানীপুর এলাকার মৃত আলী মিয়ার ছেলে মো. শাহ আলম (৫৩), ভোলা জেলার লালমোহন চর মুলারচর এলাকার মৃত ইদ্রিস মিয়ার ছেলে সেলিম মিয়ার (৪৮) এবং একই এলাকার কালামুলা গ্রামের মৃত আব্দুল মতলবের ছেলে মো. আলম (৭০)।

র‌্যাব ৭ এর জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধ ড্রাইভিং লাইসেন্স তৈরি করে লোকজনের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্যক্তির নামে মোটর ৪২টি ড্রাইভিং লাইসেন্স, বিভিন্ন জেলার পুলিশ সুপার, বিআরটিএ অফিসার, সিটি কর্পোরেশনসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে প্রস্তুতকৃত ৩৫টি সিল, বিপুলসংখ্যক লাইসেন্সের আবেদন ফরম এবং বিভিন্ন নামে ইস্যুকৃত ২৫টি ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়। এছাড়াও বিভিন্ন ব্যক্তির ছয়টি জাতীয় পরিচয় পত্র, ৩০টি বাংলালিংক সিম উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় আটকদের বিরুদ্ধে নগরীর পাঁচলাইশ থানায় মামলার প্রস্ততি চলছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.