যুবলীগের চেয়ারম্যানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ

0

নিজস্ব প্রতিবেদক::যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে উত্তর জেলা বিএনপি’র সাবেক নেতাদের কুরুচীপূর্ণ বক্তব্য অবিলম্বে প্রত্যাহারের দাবীতে চন্দনাইশ উপজেলা ও পৌরসভা আওয়ামী যুবলীগর উদ্যোগে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়ীয়া এম ওয়াহিদুজ্জামান চৌধুরী চত্বরে অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২১ মার্চ) বিকালে এ উপলক্ষে এক সভা উপজেলা যুবলীগের আহবায়ক মো. তৌহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আ. ম. ম টিপু সুলতান চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুবলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, হাশিমপুর ইউপি চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগ সদস্য গিয়াস উদ্দিন সুজন, দক্ষিণ জেলা যুবলীগের অর্থ সম্পাদক আলহাজ্ব মো. সেলিম উদ্দিন, দপ্তর সম্পাদক নাজিম উদ্দিন, সহ-সাংস্কৃতিক সম্পাদক বেলাল হোসেন মিঠু, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক যথাক্রমে এ এস এম মুছা তসলিম, মুরিদুল আলম মুরাদ, পৌরসভা যুবলীগ সভাপতি এম সিরাজুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক লোকমান হাকিম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগ নেতা সরওয়ার হোসেন বাচ্চু, মো. শাহজাহান, টিটু বড়–য়া, আজিজুর রহমান আরজু, ফোরক আহমদ, হেলাল উদ্দিন চৌধুরী, লায়ন আবু তাহের, আমিনুল ইসলাম কায়সার, লোকমান হাকিম, মোহাম্মদ হোসেন, শেখ হেলাল উদ্দিন, চৌধুরী আমির মোহাম্মদ সাইফুদ্দীন, কৃষ্ণ চক্রবর্তী, ইয়াসিন আরাফাত চৌধুরী, আনছারুল হক, আরাফাতুর রহমান রাশেদ, আজাদ হোসেন টিপু, নাজিম উদ্দিন ভুইয়া, মফিজুর রহমান মুন্না, মফিজুল আলম, এনামুল হক বাবুল, মিজানুর রহমান, নাছির উদ্দিন চৌধুরী, সাইফুদ্দীন খালেদ, বদিউল আলম, কাজী শাহজাহান, কাজী খোরশেদ, আবু সাঈদ, গাজী রিপন, আজিজ আহমদ চৌধুরী এলিন, কামাল উদ্দিন হেলাল, জামশেদ গাউস রিকন, আবদুর রহমান, আবদুর রহিম রনি, আবদুল্লাহ আল মামুন, আমজাদ হোসেন, জসিম উদ্দিন, শাহজাহান, আলাউদ্দিন, মিন্টু বড়ুয়া প্রমুখ।

সভায় প্রধান অতিথি বলেন, বিএনপি মিথ্যার উপর ভর করা একটি দল। যারা বিবৃতি দিয়ে ঘরে বসে ঘুমায়, এ দলের নাম সর্বস্র তথাকথিত সাবেক নেতাদের যুবলীগ চেয়ারম্যানের বিরুদ্ধে কথা বলা সমীচীন নয়। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ যুব সংগঠন যুবলীগ চেয়ারম্যানের বিরুদ্ধে এ ধরনের ধৃষ্ঠতামূলক কুরুচীপূর্ণ বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা না চাইলে বিবৃতি দাতাদের যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিরোধ করার ঘোষণা প্রদান করেন।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.