আল্লামা শাহ আলম নঈমীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

0

নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশ::চন্দনাইশে ফটিকছড়িতে নামাজরত অবস্থায় পীরে তরিক্বত আল্লামা শাহ আলম নঈমীকে সন্ত্রাসী কর্তৃক ছুরিকাঘাত ও ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সিনিয়র সহ-সাধারণ সম্পাদক নুরুল্লাহ রায়হান খানের উপর ছাত্রলীগ নামধারী সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে।
বুধবার (২২ মার্চ) বিকালে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চন্দনাইশ উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে এ উপলক্ষে বিক্ষোভ মিছিল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ শেষে গাছবাড়ীয়া কলেজ গেইট চত্বরে এসে শেষ হয়। পরে প্রতিবাদ সমাবেশ চন্দনাইশ পৌরসভা ছাত্রসেনার সভাপতি নুরুল আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবনেতা মো. মামুন উদ্দিন ছিদ্দিকী। উপজেলা ছাত্রসেনার সাংগঠনিক সম্পাদক মো. ওসমান শাহাদাতের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মাজহার হেলাল, ছাত্রসেনা কেন্দ্রীয় কমিটির সি. সহ-সভাপতি জি এম শাহাদাত হোসেন মানিক, ইসলামী ফ্রন্ট নেতা মাওলানা কামাল উদ্দিন, মাওলানা আবদুল হাকিম নূরী, যুবনেতা এনামুল হক এনাম, ছাত্রনেতা রিদওয়ান সাজ্জাদ, মো. জুননুরাইন খোকন, আবদুল করিম, শফিকুল ইসলাম, ফরহাদ হোসাইন প্রমুখ।

সভায় বক্তারা এই বর্বরোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান। পীরে তরিক্বত আল্লামা শাহ আলম নঈমী এবং ছাত্রনেতার নেতা-কর্মীদের উপর বিনা কারণে হামলাকারীদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। না হয় আন্দোলনের মাধ্যমে দাবী আদায় করা হবে বলে বক্তাগণ হুঁশিয়ারী উচ্চারণ করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.