নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, দুই বেকারিকে জরিমানা

0

নিজস্ব প্রতিবেদক::নোংরা ফ্লোর ও অস্বাস্থ্যকর পরিবেশে বিষাক্ত রং ও কালার ফ্লেভার মিশ্রণ করে বেকারী পণ্য উৎপাদনের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীদা শারমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নগরীর বায়েজিদ থানাধীন বায়েজিদ বোস্তামী রোডস্থ ষোলশহর সি/এ ভোক্তা অধিকার আইনে সম্রাট ফুড প্রোডাক্টসকে ৪০ হাজার টাকা, নোংরা, দূর্গন্ধময় ফ্রিজে কাঁচা মাংস ও নাস্তার খামির একসাথে সংরক্ষন করার অপরাধে পাছাজিও ফুডকে ১০ হাজার টাকা সহ সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণও সিএমপি পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.