চন্দনাইশে ৩টি কাঁচাঘর আগুনে পুড়ে ভষ্মীভূত

0

নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশ::উপজেলার কাঞ্চননগর আব্বাস পাড়া এলাকায় আগুনে পুড়ে ৩টি ঘর সম্পূর্ণ ভস্মীভুত হয়। এ সময় আগুনের শিখায় ২ শিশুসহ ১০ জন আহত হয়। এতে এ সকল পরিবারের ১৫ লক্ষাধিক টাকা ক্ষতিসাধন হয়।
বৃহস্পতিবার (২৩ মার্চ) ভোর রাতের পূর্বে উপজেলার কাঞ্চননগর আব্বাস পাড়া এলাকার মীর আহমদের ছেলে নাছির উদ্দিন, গিয়াস উদ্দিন, আলাউদ্দিনের টিনসেড পাকাঘরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে সম্পূর্ণ ভস্মীভুত হয়ে যায়। আগুনের লেলিহান শিখা নিমিষেই ঘরের চারিদিকে ছড়িয়ে পড়ে।

এ সময় স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ ঘন্টাকালব্যাপী আগুন জ্বলার পর আগুন নিয়ন্ত্রণে আসলেও ৩টি ঘরই সম্পূর্ণ ভস্মীভুত হয়ে যায়। আগুন নেভাতে গিয়ে একই এলাকার জাহাঙ্গীর (২০), সোহেল (৩৫), ইউসুফ (৪৫), সিরাজুল ইসলাম (৩৮), খায়ের আহমদ (৪০), ছিদ্দিক আহমদ (২৮) আহত হয়। আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। এতে এ সকল পরিবারের ১৫ লক্ষাধিক টাকা ক্ষতিসাধন হয়। গভীর রাতে আগুন লাগার কারণে ঘরে থাকা আলাউদ্দিনের স্ত্রী অন্তঃস্বত্বা শান্তি (১৮), নাছিরের মেয়ে সানজিদা (১৩), হুমায়রা (৮), মামার বাড়ীতে বেড়াতে আসা কলামিস্ট ও সাংবাদিক অধ্যাপক আবু তালেব বেলালের মেয়ে রাইসা (১৪) আগুনের ভয়ে বাথরুমে আত্মরক্ষার্থে অবস্থান নেয়। এ সময় আগুনের শিখা ও ধোয়ায় তারা অজ্ঞান হয়ে পড়ে।

তাদেরকে মুমুর্ষ অবস্থায় প্রথমে বিজিসি ট্রাস্টে প্রাথমিক চিকিৎসার পর চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে এ সকল পরিবারের লোকজন খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.