চিটাগাং মডার্ণ স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ সম্পন্ন

0

নিজস্ব প্রতিনিধি :  নগরীর চিটাগাং মডার্ণ স্কুল এন্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী সভা শনিবার(২৫মার্চ) সকালে বিদ্যালয় মাঠে অধ্যক্ষ মো. সোলায়মানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের সভাপতি এডি. পিপি এড. মো. দেলোয়ার হোসেন। প্রধান বক্তা ছিলেন বেসিক ব্যাংকের ম্যানেজার মো. মোরশেদুল আলম। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে পরিচালনা পরিষদ সদস্য জীবন বীমা কর্পোরেশনের ম্যানেজার আবু তাহের, ব্যবসায়ী আনোয়ার হোসেন, ব্যাংকার ফোরকান আলম।

আলোচনায় অংশ নেন শিক্ষক যথাক্রমে কানিজ ফাতেমা, আশরাফুন্নাহার সুমি, ডলি আক্তার, তাহমিনা সুলতানা, রাজিয়া সুলতানা, তাসলিমা খাতুন, অভিভাবক মনজুরা খাতুন, চম্পা দেবী প্রমুখ। সভায় বক্তাগণ বলেন, শিক্ষার পাশাপাশি ও ক্রীড়া ও সংস্কৃতিতে শিক্ষার্থীদের এগিয়ে নিয়ে যেতে হবে। অন্যথায় শিক্ষার্থীরা বিপথে পরিচালিত হবে।

বর্তমানে বেশকিছু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদেরকে জঙ্গীবাদে জড়িয়ে দেশে অরাজকতা সৃষ্টি করছে। এ জন্য শিক্ষক-অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান। বিশেষ করে অভিভাবকেরা তাদের ছেলে-মেয়েরা কার সাথে চলাফেরা, রাতে সে কি করে, সে একা থাকে কিনা, স্বাভাবিক নিয়মে কথা বলে কিনা, অতিরিক্ত কোন ধর্মীয় অনুভুতির উপর কাজ করার চেষ্টা করে কিনা নজর রাখার আহ্বান জানান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.