লঙ্কান শিবিরে মাশরাফির প্রথম আঘাত

0

স্পোর্টস ডেস্ক::তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে টাইগারদের। অন্যদিকে সিরিজ বাঁচাতে এ ম্যাচে লঙ্কানদের জয়ের বিকল্প নেই। এমন সমীকরণের ডাম্বুলায় দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে প্রথমে বোলিং করছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় ৩টায়।

টস হেরে বল করতে নেমে লঙ্কান শিবিরে প্রথম আঘাত হানেন টাইগার অধিনায়ক মাশরাফি। দলীয় ১৮ রানের মাথায় গুনাথিলাকে ফেরান দলপতি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৬ ওভার শেষে ১ উইকেটে ২৬ রান। থারাঙ্গা ৬ ও মেন্ডেস ২ রানে ব্যাট করছেন। গুনাথিলা ফিরেছেন ৯ রান করে।

এদিকে দ্বিতীয় ওয়ানডেতে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। তবে শ্রীলঙ্কা দলে পরিবর্তনে এসেছে। ইনজুরির কারণে লঙ্কান বাঁহাতি ব্যাটসম্যান নিরোশান ডিকওয়েলা দ্বিতীয় ওয়ানডে থেকে ছিটকে গেছেন। তার জায়গায় দলে নেয়া হয়েছে অভিজ্ঞ পেসার নুয়ান কুলাসেকারাকে।

বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.