চসিক মেয়রকে “ভ্যাকুয়াম ক্লিনার ট্রাক” হস্তান্তর

0

নিজস্ব প্রতিনিধি :  নগরীর স্যুয়ারেজ বর্জ্য (মানব বর্জ্য) অপসারণে চট্টগ্রাম সিটি করপোরেশনকে প্রাথমিকভাবে একটি ভ্যাকুটাগ (ভ্যাকুয়াম ক্লিনার ট্রাক) দিয়েছে ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর দ্যা আরবান পুওর (ওসাপ) বিলগেটস ফাউন্ডেশনের সহযোগিতায় ।

বুধবার (২৯ মার্চ) দুপুরে নগর ভবনের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে মেয়র আ জ ম নাছির উদ্দীনের হাতে ভ্যাকুটাগের চাবি তুলে দেন ওসাপের কান্ট্রি প্রোগ্রাম ম্যানেজার আবদুচ শাহিন।

এ সময় মেয়র বলেন, আধুনিক স্যুয়ারেজ পদ্ধতি চসিক এলাকায় না থাকায় মানব বর্জ্য ব্যবস্থাপনায় কিছুটা ঘাটতি ছিল। বিশ্বব্যাংকের সহায়তায় চট্টগ্রাম নগরীতে স্যুয়ারেজ মাস্টার প্লান তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

মেয়র বলেন, নগরবাসীর ট্যাক্সের ওপর নির্ভর করে নাগরিক সেবা নিশ্চিত করা হয়। ইতিপূর্বে সিটি করপোরেশনের উন্নয়ন কার্যক্রম অনেকটা অনুদান নির্ভর ছিল। বর্তমান সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রামের সার্বিক উন্নয়নে অবদান রাখছেন। ইতোমধ্যে চসিকের প্রকল্পের অধীনে ৭১৮ কোটি টাকার অনুমোদন দিয়েছে। ৮৯৮ কোটি টাকার একটি প্রকল্প প্রি একনেকে অনুমোদনের পর আগামী একনেকের সভায় অনুমোদন হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, জনপ্রত্যাশা প্রতিনিয়ত বেড়ে চলেছে। তাছাড়াও নগরীর জনসংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। মানব বর্জ্যকে সম্পদে পরিণত করার চিন্তা ভাবনা সিটি করপোরেশনের রয়েছে। নানামুখী প্রতিবন্ধকতা, অপরাজনীতি, হিংসা, প্রতিহিংসা, বিভ্রান্তিমূলক অপপ্রচারের কারণে উন্নয়নের ক্ষেত্রে অনেকটা বাধা সৃষ্টি হচ্ছে। বাধা-বিপত্তি ও সব ধরনের প্রতিবন্ধকতা উত্তরণ ঘটিয়ে নগরবাসীর সেবা নিশ্চিত করতে সিটি করপোরেশন প্রতিজ্ঞাবদ্ধ।

ভ্যাকুটাগ হস্তান্তর অনুষ্ঠানে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দোহা, সচিব মোহাম্মদ আবুল হোসেন, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, নাজমুল হক ডিউক, মোহাম্মদ জোবায়ের প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.