কক্সবাজারে বানের পানিতে নিহত ছয় পরিবারকে চেক বিতরণ

0

জামাল জাহেদ কক্সবাজারঃ কক্সবাজারের চকরিয়ায় টানা ভারী বর্ষণ ও মাতামুহুরী নদীতে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানিতে ভেসে গিয়ে নিহত ৬জনের পরিবারের মাঝে জেলা প্রশাসনের অনুদানের অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিহতদের পরিবারের মাঝে অনুদানের এসব চেক বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, বরইতলী ইউপি চেয়ারম্যান এটিএম জিয়াউদ্দিন চৌধুরী, সুরাজুপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম, চিরিঙ্গা ইউপি চেয়ারম্যান জসীম উদ্দিন, কোণাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার, বদরখালী ইউপি চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ, লক্ষ্যারচর ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ মানিক, কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান শরীফ উদ্দিন চৌধুরী, খুটাখালী ইউপি চেয়ারম্যান আবদুর রহমান, হারবাং ইউপি চেয়ারম্যান জহির উদ্দিন আহমদ বাবর, পুর্ববড় ভেওলা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আহসান উল্লাহ।

ওইসময় নিহত প্রত্যেকের পরিবারকে ২০হাজার টাকার একটি করে চেক বিতরণ করা হয়।নিহতরা হলেন, উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ছগিরশাহকাটার মৃত জয়নাল আবেদীনের ছেলে মোহাম্মদ আলম (২৮), কাকারা ইউনিয়নের প্রপার কাকারা এলাকার ফরহাদ রেজার ছেলে কাউছার রহিম (১৩), লক্ষ্যারচর ইউনিয়নের রোস্তমআলী চৌধূরী পাড়া গ্রামের আনোয়ার হোসেন ওরফে আনর আলী (৫৫), ফাসিয়াখালী ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের হিন্দুপাড়া গ্রামের মনতোষ দাশের স্ত্রী সুর্বণা দাশ (৩০), ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট ডুমখালীস্থ মিঠাছড়ি এলাকার কামাল উদ্দিন (৩৫), ঢেমুশিয়া ইউনিয়নের আম্মারডেরা এলাকার মোজাম্মেল হকের ছেলে মোহাম্মদ আসিব।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.