আইন-শৃঙ্খলা বাহিনী পরিচয়ে তিনজনকে তুলে নেয়ার অভিযোগ

0

নিজস্ব প্রতিবেদক::নগরীতে সাতদিন আগে ডিবি (গোয়েন্দা বিভাগ) পরিচয়ে একই পরিবারের তিনজনকে তুলে নিয়ে যাবার অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছে তাদের পরিবার আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্য এর সঙ্গে জড়িত বলে তারা অভিযোগ করেছেন  তিনজন হলেন, পরিবহন ব্যবসায়ী এস এম শফিকুর রহমান এবং তার দুই শ্যালক মো.হাসান তারেক মোয়াজ্জেম হোসেন সাথী  তাদের বাসা নগরীর খুলশি থানার আলফালাহ গলিতে

বৃহস্পতিবার (৩০ মার্চ) চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে শফিকুরের স্ত্রী সোলতানা রাজিয়া টুম্পা বলেন, ২৪ মার্চ দুপুরে জন লোক নিজেদের ডিবি পরিচয় দিয়ে আমাদের বাসায় আসে।  ঘরে ঢুকেই তারা তিনজনের আটটি মোবাইল কেড়ে নেয়।  এরপর একটি সাদা কাগজে দস্তখত করার জন্য আমার স্বামীর উপর চাপ প্রয়োগ করেন।   ‘দস্তখত দিতে অস্বীকৃতি জানালে তারা আমার স্বামী ভাই মোয়াজ্জেমকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।  তারেক মোটর সাইকেল নিয়ে মাইক্রোবাসের পেছনে পেছনে যেতে থাকলে পাঁচলাইশ থানার সামনে থেকে তাকেও মোটর সাইকেলসহ তুলে নিয়ে যাওয়া হয়

শফিকুরের স্ত্রী বলেন, আমার স্বামী ভাইদের কোন অপরাধ থাকলে দেশের প্রচলিত আইনের আওতায় বিচার হোক।  কিন্তু ছয়দিন ধরে তাদের থানায় সোপর্দ না করে যেভাবে নির্যাতন চালানো হচ্ছে এটা কোন আইনে পড়ে।  কোন চিহ্নিত অপরাধীকেও তো এভাবে গুম করে রেখে নির্যাতন চালানো যায় না।  স্বামী শফিকুর দক্ষিণ জেলা শ্রমিক লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে দাবি করেন তার স্ত্রী টুম্পা

তিনি বলেন, আইন প্রয়োগকারী সংস্থার কিছু কিছু লোক এমন এমন বিতর্ক সৃষ্টি করছে যা সরকারের উজ্জ্বল ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে।  সংবাদ সম্মেলনে তারেকের  স্ত্রী ফৌজিয়া আইনুন নাহার রুমিও উপস্থিত ছিলেন।  নিজের স্বামীসহ তুলে নিয়ে যাওয়া তিনজনকে ফিরিয়ে দেয়ার আকুতি জানিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন রুমি

তারেকের বোন বিবি আমেনা রুম্পা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।  শফিকুর নগরীর সল্টগোলা ঈশান মিস্ত্রি হাট এলাকার এস এস ট্রান্সপোর্টের মালিক।  তারেকের বায়েজিদ এলাকায় টি আর মোবাইল টেকনোলজি নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে।  তার ভাই মোয়াজ্জেম মধ্যপ্রাচ্য থেকে সদ্য দেশে বেড়াতে এসেছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, তুলে নিয়ে যাওয়া পর নগর গোয়েন্দা পুলিশের সঙ্গে যোগাযোগ করে তাদের পরিবার।  কিন্তু ডিবির পক্ষ থেকে বলা হয়েছে তারা কাউকে তুলে নিয়ে যায়নি

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.