জমি অধিগ্রহণে ক্ষতিপূরণ বাড়ল

0

সিটিনিউজ ডেস্ক::সরকারি জমি তিনগুন ক্ষতিপূরণ এবং বেসরকারি জমির চারগুণ ক্ষতিপূরণের বিধান রেখে স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন-২০১৭ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়াও জাতীয় চলচ্চিত্র নীতিমালা-২০১৭ এর খসড়া নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।

 সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এসব আইনের অনুমোদন দেয়া হয়।

বৈঠক শুরু হয় সকাল ১০টায়। শেষ হয় সাড়ে ১২টায়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, ‘স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইনে বেশ কিছু নতুন বিষয় আছে। আগের আইনে ধর্মীয় উপাসনালয় যেমন মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডার জমি অধিগ্রহণ করার সুযোগ ছিল না। নতুন আইনে বিশেষ পরিস্থিতিতে জনগণের অধিক স্বার্থে অন্য জায়গায় ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করে দেয়ার শর্তে ওই স্থান অধিগ্রহণ করার সুযোগ রাখা হয়েছে।’

জাতীয় চলচিত্র নীতিমালা সম্পর্কে শফিউল আলম বলেন, ‘এই নীতিমালায় বলা হয়েছে- ধর্ষণের ছবি দেখানো যাবে না। অশ্লীল ও অরুচিকর কোনো ছবি দেখানো যাবে না। অপরাধের নতুন কৌশল চলচ্চিত্রের মধ্যমে দেখানো যাবে না। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে চলচ্চিত্র পরিচালনা করতে হবে।’

এছাড়া আজকের মন্ত্রিসভায় ২৩ জুলাইকে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ঘোষণা এবং দিবসটিকে মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রের খ ক্রমিকে অন্তর্ভুক্তিকরণের প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.