চট্টগ্রাম ওয়াসা ৪১ তম সভা অনুষ্ঠিত

0

নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রাম ওয়াসা বোর্ডের ৪১তম সভা বৃহস্পতিবার (৬ এপ্রিল)  বিকাল ৩ টায় চট্টগ্রাম ওয়াসা বোর্ডরুমে ওয়াসা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডঃ প্রকৌশলী এস এম নজরুল ইসলামের  সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় আটটি আলোচ্য সূচীর মধ্যে ৪০ তম সাধারণ সভার কার্যবিবরনী নিশ্চিত করন, চট্টগ্রাম ওয়াসা বোর্ড সভার সিদ্ধান্তসমুহের অগ্রগতির প্রতিবেদন, আয়-ব্যয় সম্পর্কে প্রতিবেদন,প্রধান রাজস্ব কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটের কার্যক্রমের প্রতিবেদন, প্রকল্পের কাজের অগ্রগতির প্রতিবেদন, ব্যবস্থাপনা পরিচালকের প্রদত্ত ক্ষমতায় সম্পাদিত কাজে অর্থ বরাদ্দের বিষয় অবহিত করণ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগে প্রেরিতব্য চট্টগ্রাম ওয়াসার ২০১৬-১৭ অর্থ বছরের সংশোধিত ও ২০১৭-১৮ অর্থ বছরের প্রাক্কলিত রাজস্ব বাজেট অনুমোদন,ভান্ডালজুড়ি পানি সরবরাহ শীর্ষক প্রকল্পের প্রকৌশল পরামর্শক নিয়োগের কারিগরী প্রস্তাবে First Ranked Consultant ,Dong Myeong Engineering Consortium এর আর্থিক প্রস্তাব নির্বাচনের চুক্তিপত্র অনুমোদন, ব্যবস্থাপনা পরিচালকের প্রদত্ত ক্ষমতায় সম্পাদিত কাজে অর্থ বরাদ্দের বিষয় অবহিতকরনসহ বিভিন্ন বিষয়াদি আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।

উক্ত সভায় চট্টগ্রাম ওয়াসা বোর্ডের সম্মানিত সদস্য স্থানীয় সরকার বিভাগের অতি: সচিব মিসেস নাসরিন আকতার, মোঃ সোলায়মান আলম সেঠ, জনাব মোঃ জহুরুল আলম, জনাব শওকত হোসেন এফসিএ ,জনাব এ,এফ,এম কবির মানিক , মিসেস্ আবিদা আজাদ,  এ,এম আনোয়ারুল কবির, জনাব তপন চক্রবর্তী ,ডাঃ মোহাম্মদ শরীফ, জনাব জাফর আহমেদ সাদেক ও চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ,কে,এম ফজলুল্লাহ উপস্থিত ছিলেন। চট্টগ্রাম ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক সচিব, বানিজ্যিক ব্যবস্থাপক, প্রধান প্রকৌশলীসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে সভার কার্যক্রমে সহযোগিতা করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.