আগুনে পুড়েছে সরকারি গুদামের জন্মনিয়ন্ত্রণ সামগ্রী

0

সিটিনিউজ ডেস্ক::রাজধানীর মহাখালীতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কেন্দ্রীয় গুদামে আগুন লেগে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী পুড়ে গেছে। পণ্যাগারে কনডমসহ জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর মজুত ছিল।

গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে টিনশেডের ওই পণ্যাগারে আগুন লাগে।  রবিবার সকালেও পণ্যাগার থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে।

আগুন লাগার সময় পণ্যাগারের ভেতরে কেউ ছিলেন না বলে জানা গেছে। পণ্যাগারে কীভাবে আগুন লেগেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, পণ্যাগারের ভেতরে প্রচুর রাসায়নিক উপকরণ রয়েছে। পানির ঘাটতির কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। আগুন পুরোপুরি নেভাতে পণ্যাগারের টিনের চালা খুলে ফেলা হচ্ছে।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (অর্থ) প্রণব নিয়োগী গণমাধ্যমকে বলেন, পণ্যাগারে পরিবার পরিকল্পনার সামগ্রী মজুত রয়েছে। তিনটি পণ্যাগারে কনডমসহ প্রচুর জন্মনিয়ন্ত্রণ সামগ্রী রয়েছে। এই পণ্যাগার থেকেই সারা দেশে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী সরবরাহ করা হয়।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. কাজী মোস্তফা সারোয়ার বলেন, আগুনে পণ্যাগারে থাকা প্রায় সব পণ্য পুড়ে গেছে। কত টাকার সম্পদ নষ্ট হয়েছে, তা হিসাব করে বের করতে হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.