বরকলে ‘মৎস্য চাষ প্রযুক্তি সেবা’ বিষয়ক  সভা অনুষ্ঠিত

0

নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশ::উপজেলার বরকলে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় মাঠ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলার পূর্ব বরকল ফলাফল প্রদর্শক মৎস্য চাষী সাদেক হোসেনের প্রদর্শনী মৎস্য খামার সংলগ্ন পুকুর পাড়ে মাঠ দিবস উপলক্ষে এক সভা উপজেলা মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা বরকল ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান। ফিল্ড এ্যাসিসটেন্ট আবু বকর ছিদ্দিকীর পরিচালনায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন আ’লীগ নেতা জাকির হোসেন কমরু, ইউপি সদস্য যথাক্রমে দিলীপ ভট্টাচার্য্য, আহমদ হোসেন, প্রকল্পের ক্ষেত্র সহকারী অমরধন চাকমা প্রমুখ। সভায় বক্তাগণ বলেন, মাছ হচ্ছে প্রাণিজ আমিষের প্রধান যোগান দাতা। আমিষের চাহিদা পূরণে মাছ চাষকে একটি সামাজিক আন্দোলনে রূপান্তরিত করার কোন বিকল্প নেই। তাই সর্বস্তরের জনগণকে মাছ চাষে এগিয়ে আসার আহ্বান জানান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.