আহমদ শফী’র গণসংবর্ধনা

0

নিজস্ব প্রতিনিধি :  কওমির সনদের সরকারি স্বীকৃতি আদায়ের আন্দোলনে সফল নেতৃত্বের জন্য হেফাজতের আমির আল্লামা শাহ আহমদ শফীকে আজ হাটহাজারীতে গণসংবর্ধনা । আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) জোহরের নামাজের পর চট্টগ্রামের হাটহাজারীর পার্বতী উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে তাকে এ সংবর্ধনা দেওয়া হবে। হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী এসব তথ্য নিশ্চিত করেছেন।

হাটহাজারী ওলামা পরিষদের পক্ষ থেকে শাহ আহমদ শফীকে এ সংবর্ধনা দেওয়া হবে বলে জানান আজিজুল হক ইসলামাবাদী। তিনি বলেন, ‘কওমি সনদের সরকারি স্বীকৃতি আদায়ের আন্দোলনে সফলভাবে নেতৃত্ব দিয়েছেন শাহ আহমদ শফী। এছাড়া তার নেতৃত্বে সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে থাকা গ্রিক দেবীর মূর্তি অপসারণের আন্দোলনও সফল হতে যাচ্ছে। এ কারণে হাটহাজারী ওলামা পরিষদ তাকে এ সংবর্ধনা দেবে।

উল্লেখ্য, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) সভাপতি আল্লামা শাহ আহমদ শফী ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.