সিদ্দিক আহমেদ ছিলেন জ্ঞান বিতরণের বাতি

0

কামরুল ইসলাম দুলু : বিশিষ্ট সাংবাদিক, প্রাবন্ধিক মরহুম সিদ্দিক আহমেদ স্বরণে ” সিদ্দিক আহমেদ সুহৃদ সমাবেশ ” চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে বৃহস্পতিবার বিকাল ৫ টায় অনুষ্ঠিত হয়। বিশিষ্ট প্রাবন্ধিক,লেখক আমিনুল রশিদ কাদেরীর সভাপতিত্বে এবং সাংবাদিক ফারুক তাহের এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সুহৃদ সমাবেশে প্রধান অতিথি হিসাবে সিদ্দিক আহমেদ এর উপর স্নৃতিচারণ করেন প্রিমিয়াম ইউনিভার্সিটির উপাচার্য ড. অনুপম সেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাসিক আন্দরকিল্লা সম্পাদক নুরুল আবসার। স্নৃতি চারণ করেন দৈনিক আজাদী সহ-সম্পাদক কবি অরুণ দাশ গুপ্ত, দৈনিক আজাদী সহ-সম্পাদক, সাহিত্যিক, কবি রাশেদ রউফ, বিশিষ্ট লেখিকা অধ্যক্ষ আনোয়ারা আলম,কবি,সাংবাদিক এজাজ ইউসুফী,কবি, সাংবাদিক আবসার মাহফুজ, মরহুম সিদ্দিক আহমেদ এর পুত্র এ্যাডভোকেট সাইফুল ইসলাম, বক্তারা স্নৃতিচারণ করতে গিয়ে বলেন, সিদ্দিক আহমেদ ছিলেন আলোকবার্তা, জ্ঞান বিতণের কারিগর।

তিনি শুধু চট্টগ্রামের সম্পদ নয় তিনি সারা দেশের সম্পদ। শিক্ষকতা,সাংবাদিকতা,সাহিত্য-দর্শন, রাজনীতি এবং জীবনদর্শনে বহুমাত্রিক গুণাবলির মানুষ ছিলেন সিদ্দিক আহমেদ ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.