চিরনিদ্রায় শায়িত হলেন লাকী আখন্দ

0

ঢাকা : রাজধানীর মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হলো বাংলা সঙ্গীতাঙ্গনের কিংবদন্তি ও মুক্তিযোদ্ধা লাকী আখন্দকে। শনিবার (২২ এপ্রিল) দুপুর ২টা ৪৫ মিনিটে বুদ্ধিজীবী কবরস্থান চত্বরে তৃতীয় নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

এর আগে সকাল ১০টায় প্রথম নামাজে জানাজা শেষে সাড়ে ১১টার দিকে তার মরদেহ শহীদ মিনারে নেওয়া হলে সেখানে তার প্রতি গার্ড অব অনার প্রদান করা হয়। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং বিকেলে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফল করা হয়।

শুক্রবার দুপুরে তার শরীরিক অবস্থার অবনতি ঘটলে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৬১ বছর।

লাকী আখন্দের উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে— ‘এই নীল মনিহার’, ‘আমায় ডেকো না’, ‘কবিতা পড়ার প্রহর এসেছে’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘মামনিয়া, ‘কি করে বললে তুমি’, ‘লিখতে পারি না কোনও গান, ‘ভালোবেসে চলে যেও না’ প্রভৃতি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.