শীতলপুর উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনী উৎসব

0

কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড : সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শীতলপুর উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি ও পূণর্মিলনী উৎসব অনুষ্ঠিত। (২২ এপ্রিল) শনিবার সকালে বর্ণাঢ্য র্যালীর মধ্যে দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়।

সকাল ১০ টায় প্রাক্তন ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে বর্ণাঢ্য র্যালী স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে আবার স্কুল প্রাঙ্গনে এসে শেষ হয়। স্কুলের হীরক জয়ন্তী উপলক্ষে শীতলপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যেগে স্কুল মাঠে অনুষ্ঠিত দিনব্যাপী উক্ত মিলন মেলা উৎসবে থাকে বর্ণাঢ্য র্যালী, ফটোসেশন,স্নৃতিচারণ, আড্ডা,আলোচনা সভা,গুণীজন সংবর্ধনা, পুরস্কার বিতরণ এবং সন্ধ্যায় ক্লোজআপ ওয়ান তারকাদের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

৮ নং সোনাইছড়ি ইউনিয়ন চেয়ারম্যান মনির আহমেদ এর সভাপতিত্বে  মিলনমেলা ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন। প্রধান আলোচক হিসাবে উপস্হিত ছিলেন ম্যাক কর্পোরেশনের ব্যবস্হাপনা পরিচালক মাস্টার এম এ কাসেম।

বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আ ম ম দিলশাদ, সীতাকুণ্ড উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম মাহমুদ চৌধুরী, স্কুল পরিচালনা কমিটির সভাপতি মাস্টার জাকির হোসেন, মাবিয়া শিপ ব্রেকার্স ব্যবস্হাপনা পরিচালক আলহাজ্ব জাহাঙ্গীর আলম, শীতল এন্টার প্রাইজের ব্যবস্হাপনা পরিচালক মোঃ দিদারুল ইসলাম,সামিয়া শিপ ব্রেকার্স ব্যবস্হাপনা পরিচালক মোঃ সেকান্দর মিয়া,মাস শিপ ব্রেকার্স ব্যবস্হপনা পরিচালক সরওয়ার হোসেন,ফোর স্টার শিপ ব্রেকার্স ব্যবস্হাপনা পরিচালক আলহাজ্ব নুর উদ্দিন রুবেল,স্কুলের দাতা জহুরুল আলম কন্ট্রাক্টর। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মোঃ ইসমাইল হোসেন ও আলী আব্বাস।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.