রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের ৪২ শতাংশ এখনও বেকার

0
সিটিনিউজ ডেস্ক::রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের মধ্যে ৪২ দশমিক ২ শতাংশ এখনও বেকার রয়েছে। যুক্তরাজ্যভিত্তিক দাতা সংস্থা অ্যাকশনএইড এই তথ্য জানিয়েছে।
আজ শনিবার রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে ‘অবিস্মরণীয় অমার্জনীয় : রানা প্লাজা’ শিরোনামে এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানায় সংস্থাটি।
প্রতিবেদনে বলা হয়েছে, এক হাজার ৪০৩ জন আহত ও ৬০৭ জন নিহত শ্রমিকের পরিবারের ওপর এ জরিপ পরিচালনা করে সংস্থাটি। এর মধ্যে এখনও ৪৮ শতাংশ শ্রমিক শারীরিক এবং ৩৩ দশমিক ৪ শতাংশ মানসিকভাবে অসুস্থ। আর অসুস্থতার কারণে এসব শ্রমিক কাজে ফিরতেও পারছেন না।
২০১৬ সালের এপ্রিলে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে ৪৮ শতাংশ শ্রমিকের বেকারত্বের কথা জানিয়েছিল অ্যাকশনএইড। এছাড়া প্রায় ৫৯ শতাংশ শ্রমিক দীর্ঘমেয়াদি মানসিক সমস্যায় ভুগছেন বলেও জানানো হয়েছিল।
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসে পাঁচটি তৈরি পোশাক কারখানার শ্রমিকসহ ১১০০ জনের বেশি প্রাণ হারায়। ধ্বংসস্তুপের নিচের পড়ে গুরুতরভাবে আহত ও পঙ্গু হওয়ার পাশাপাশি নিখোঁজ হন অনেকেই।
এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.