খাতা মূল্যায়নে মডেল উত্তরপত্র

0

সিটিনিউজ ডেস্ক:: পাবলিক পরীক্ষার খাতা মূল্যায়নে পরীক্ষকদের মডেল উত্তরপত্র দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক শিক্ষার মান উন্নয়ন নিয়ে শিক্ষাবিদদের সঙ্গে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এক বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা জানান।

ওই বৈঠকে নবম ও দশম শ্রেণির ১২টি পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। আগামী শিক্ষাবর্ষে এই বই শিক্ষার্থীদের হাতে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

বিভিন্ন পাবলিক পরীক্ষায় খাতা মূল্যায়নে যাতে পরীক্ষার্থীরা বৈষম্যের শিকার না হয় সে জন্য শিক্ষামন্ত্রী মডেল উত্তরপত্রের কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এখন থেকে খাতা মূল্যায়নের সময় পরীক্ষকদের মডেল উত্তরপত্র দেয়া হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.