চন্দনাইশে সমবায় দপ্তরের প্রশিক্ষণ সম্পন্ন

0

নিজস্ব প্রতিবদেক::চন্দনাইশে উপজেলা সমবায় দপ্তরের উদ্যোগে চট্টগ্রাম জেলা ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ইউনিটের আওতায় “সমবায় আইন ও বিধিমালা” বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা ২৬ এপ্রিল বরমাস্থ মেরিট প্লাস এডুকেশন সেন্টারে অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা দিদারুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় অতিথি ও প্রশিক্ষক ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হোসেন মজুমদার, প্রাণিসম্পদ অফিসের ইউএলএ কনক বড়–য়া, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী আবু বক্কর সিদ্দিক, জেলা সমবায় দপ্তরের প্রশিক্ষক জিয়া উদ্দিন রিয়াজ, সহ-প্রশিক্ষক মৃদুল চন্দ্র দে, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, গণপ্রতিনিধি আনোয়ারুল ইসলাম ও সহ-পরিদর্শক মো. ওমর ফারুক।

প্রশিক্ষণে সমবায় দপ্তরের সমবায় আইন ও বিধিমালা বিষয়ক বিস্তারিত আলোচনা করা হয়। আয়বর্ধক কার্যক্রমের আলোচনা করা হয়। এখানে উল্লেখ করা হয়, সব কাজেরই বিধিনিয়ম রয়েছে। তাই বিধি মোতাবেক সব কাজ করা উচিত। সবাইকে দেশ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আত্মনির্ভরশীল হওয়ার জন্য আন্তরিক হয়ে সমবায় কার্যক্রমের মাধ্যমে সামাজিক উন্নয়নে কাজ করা উচিত।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.