রাজশাহীতে পুলিশের সহকারী কমিশনারের রহস্যজনক মৃত্যু

0

সিটিনিউজ ডেস্ক::রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সহকারী কমিশনার সাব্বির আহমেদ সরফরাজের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি রাজপাড়া থানার তদারককারী কর্মকর্তা ছিলেন।

শনিবার সকালে শহরের শ্রীরামপুর এলাকায় পুলিশ অফিসার্স মেস থেকে লাশটি উদ্ধার করা হয়।

সরফরাজের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের বাবুপুর গ্রামে। তার বাবা মো. ওবায়দুল্লাহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ছিলেন। নগরীর উপশহরের একটি বাসায় স্ত্রী ও তিন বছরের এক মেয়েকে নিয়ে থাকতেন তিনি। ৩১তম বিসিএস উত্তীর্ণ হয়ে তিনি সহকারী পুলিশ সুপার হিসেবে যোগ দিয়েছিলেন।

আরএমপির মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রাজশাহী কেন্দ্রীয় কারাগারের পেছনে অবস্থিত আরএমপির অফিসার্স মেসে মাঝে মাঝে বিশ্রাম নিতেন পুলিশ কর্মকর্তা সরফরাজ। আজ সকালে জানালার গ্রিলের সঙ্গে গলায় রশি দেয়া অবস্থায় তার লাশ পাওয়া যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত লাশ উদ্ধারের প্রস্তুতি নিচ্ছিলো পুলিশ।

শুক্রবার রাতের কোনো এক সময় তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।

আরএমপি কমিশনার শফিকুল ইসলাম ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে আছেন। মেসের ভেতরে সাংবাদিকদের ঢুকতে দেয়া হচ্ছে না।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.