চন্দনাইশে মন্দিরের সংস্কার কাজ উদ্বোধন

0

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ::বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এলাকা চন্দনাইশ। এখানে হিন্দু, বৌদ্ধ, মুসলিম একই গ্রামে সহবস্থানে থেকে যার যার ধর্মীয় রীতিনীতি আচার অনুষ্ঠান বিনা বাঁধায় পালন করে থাকে।

চন্দনাইশে এ ধরনের সদভাব থাকার কারণে কোন ধরনের সাম্প্রদায়িক হানাহানির ঘটনা ঘটেনি। ধর্ম যার যার, উৎসব সবার এই বাক্যটিকে ধারণ করে হিন্দু সম্প্রদায়ের দায়ের বিভিন্ন পূজা উৎসবে মুসলমানরাও অংশগ্রহন করে থাকেন।

শুক্রবার ( ২৮ এপ্রিল)  সকালে উপজেলার পাঠানদন্ডি সার্বজনীন দূর্গা মন্দিরের সংস্কার কাজের উদ্বোধন উপলক্ষে এক সভা মন্দির প্রাঙ্গনে সিনিয়র এডভোকেট পূর্ণেন্দু বিকাশ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত হয়।

পটিয়া আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আশীষ চৌধুরীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক বলরাম চক্রবর্ত্তী, সুজন মজুমদার, মেম্বার রূপন কান্তি বিশ্বাস, শিবানন্দ বক্ষ্মচারী, প্রদীপ চৌধুরী প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.