গরুর জন্য অ্যাম্বুলেন্স !

0

আন্তর্জাতিক ডেস্ক::ভারতের ওডিশা প্রদেশের দানা মাঝির কথা নিশ্চয়ই মনে আছে। গত বছর তার স্ত্রী মারা গিয়েছিলেন শহরের হাসপাতালে। আর শহর থেকে ৬০ কিলোমিটার দূরে ছিল দানা মাঝির গ্রাম। সেখানে লাশ নিয়ে যাওয়ার জন্য গাড়ি কিংবা অ্যাম্বুলেন্স ভাড়া করার মতো আর্থিক সঙ্গতি ছিল না তার। তাই জীবনসঙ্গীনির নিথর দেহটিকে বয়ে নিয়ে ১০ কিলোমিটার পথ পায়ে হেটেছেন তিনি।তখন এই ঘটনা আলোড়ন ফেলে দিয়েছিল৷

বছর ঘুরতে না ঘুরতেই ফের একই ঘটনা ঘটেছে ভারতে৷ অ্যাম্বুলেন্স না পেয়ে অসুস্থ ছেলেকে খাটিয়ায় বেঁধে নদী পাড়ি দিয়েছেন অসহায় বাবা। গত রবিবার গুয়াহাটির এই ঘটনায় আরও একবার প্রকাশ্যে আনল ভারতের সাধারণ মানুষের বর্তমান আর্থিক ব্যবস্থা৷ যে দেশের সাধারণ মানুষের এই দুর্গতি চলছে ঠিক সেসময়ে গরুর জন্য চালু হলো অ্যাম্বুলেন্স সেবা।

গতকাল সোমবার লখনৌতে সবুজ পতাকা নেড়ে গরুর জন্য পাঁচটি অ্যাম্বুলেন্স চালু করলেন উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মাউরিয়া৷ গাওবাশ মোবাইল ভ্যান সেবার মাধ্যমে আহত কিংবা  অসুস্থ গরুদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হবে৷ ভ্যানে তুলে গরুগুলিকে ‘গোয়ালে’ নিয়ে গিয়ে চিকিৎসা ও পরিচর্যা করা হবে৷ অসুস্থ গোরুর চিকিৎসার পরিষেবার জন্য টোল ফ্রি নম্বরও চালু করা হয়েছে৷ ফোন করতেই হাজির হয়ে যাবে ভ্যান৷

প্রতি ভ্যানে একজন করে গো-চিকিৎক রাখা হবে বলেও জানা গেছে৷ শুধু ফোন করেই নয়, সোশ্যাল মিডিয়ার মধ্যমেও গোরুর অসুস্থতার খবরও দেয়া যেতে পারে৷

প্রাথমিকভাবে গো অ্যাম্বুলেন্স সেবা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র লখনৌ। বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নিজের কেন্দ্র গোরাখপুর, মোদির নির্বাচনী কেন্দ্র বারানসি, মাথুরা এবং এলাহাবাদে এই সেবা চালু করা হয়েছে৷ পরে গোটা রাজ্য জুড়ে এই সেবা চালু করার পরিকল্পনা রয়েছে যোগী সরকারের৷

সূত্র: কলকাতা টোয়েন্টিফোর ও দ্য হিন্দু

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.