মিরসরাইয়ে বৃত্তির সনদ ও বার্ষিক ক্রীড়া পুরষ্কার বিতরণ সম্পন্ন

0

মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ে সামাজিক সংগঠন বিজলী ক্লাবের উদ্যোগে আয়োজিত ৮ম বিজলী শিক্ষান্নয়ন বৃত্তি পরীক্ষার সনদও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ সোমবার (১ মে) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। আবুরহাট বাজারস্থ ক্লাব প্রাঙ্গনে আলোচনা অনুষ্ঠান মিরসরাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ নুরুল আফছারের সভাপতিত্বে এবং ক্লাবের সাধারণ সম্পাদক আকবর হোসেনও যুগ্ন সাধারণ সম্পাদক ফজলুল করিম নয়নের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি প্রফেসর ডা. জামসেদ আলম।

প্রধান আলোচক হিসেবে ছিলেন মিরসরাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা জসীম উদ্দিন, বিজলী শিক্ষান্নয়ন বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক সুভাষ সরকার। শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি ইমাম হোসেন, যুগ্ন সহ-সাধারণ সম্পাদক আতিক উদ্দিন তারেক।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই সমিতি ইউ.এ.ই এর সহ-সভাপতি নুরুল আলম আজাদ, বিজলী ক্লাবের পৃষ্ঠপোষক আলা উদ্দিন আলো, শান্তিনীড়ের সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন, দুর্বার প্রগতি সংগঠনের সভাপতি হাসান মো. সাইফ উদ্দিন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বারইয়ারহাট কমফোর্ট হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের চেয়ারম্যান নিজাম উদ্দিন, আবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, বিজলী ক্লাবের সাবেক সভাপতি রেজাউল করিম রেজা।

আলোচনা অনুষ্ঠান শেষে অতিথিরা ৮ম বিজলী শিক্ষান্নয়ন বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৫০ জন শিক্ষার্থী ও বার্ষিক ক্রীড়ানুষ্ঠানের বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন। সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.