’চাপ আছে, কিছুটা ভয়ভীতিও আছে’

0

আন্তর্জাতিক ডেস্ক::সাংবাদিকদের উপর চাপ ও ভয়ভীতি আছে বলে মন্তব্য করেছেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। তিনি বলেন, ‘আমাদের জন্য সমস্যা আছে, চাপ আছে, কিছুটা ভয়ভীতিও আছে, বিজ্ঞাপনের সমস্যাও রয়েছে।’

 বুধবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় দেশের শীর্ষস্থানীয় দৈনিকের সম্পাদক এ কথা বলেন। ‘বাংলাদেশে মুক্ত গণমাধ্যমের বর্তমান চিত্র’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে জাতীয় প্রেসক্লাব।

জাতীয় প্রেসক্লাবে সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, দৈনিক সমকাল সম্পাদক গোলাম সরোয়ার, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি সভাপতি ও একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মনজুরুল আহসান বুলবুল।

গণমাধ্যমের ওপর চাপের বিষয়টি উল্লেখ করে প্রথম আলো সম্পাদক বলেন, ‘স্টেইট একটর ও ননস্টেইট একটর, স্টেইট অ্যাক্টর কি উপস্থিত মন্ত্রী ইনু সাহেব নাকি বাইরে আরো কেই আছে? ননস্টেইট অ্যাক্টর কারা আমরা জানি না। যারা সংবাদপত্রের বিরুদ্ধে মামলা দেন, হাড়গোড় ভেঙে দেন, জেলে পাঠান, জামিন পান না। জামিনের জন্য সারাদেশে সাংবাদিকদের দৌঁড়াদৌঁড়ি ছুটাছুটি করতে হয়। এর পিছনে কি কোনো স্টেইট অ্যাক্টর আছে কি নাই?’।

মতিউর রহমান বলেন, ‘আজকের সেমিনারে অনেক বিষয়গুলো এসেছে, কিন্তু এই বিষয়গুলো ভেঙেচুরে প্রকাশে তর্কবিতর্ক করে কি আলোচনা করতে পারি? করতে পারবো? ততটা পারবো না। আমি নিজের স্বীকারোক্তি যে আমি পারবো না। যে কথা বলতে পারা না পারার মধ্যে, লিখতে পারা না পারার মধ্যে। এটাতো বাস্তব সত্য যে বিষয়টার মধ্যে সত্যতা আছে।’

বিভিন্ন সরকারের সময় সংবাদপত্রের কেমন অবস্থা ছিল তা তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের ছাত্র জীবন শেষ ১৯৭০ সালে সাপ্তাহিক একতা পত্রিকার সম্পাদক হয় আমি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের কারণে পত্রিকা বন্ধ হয়ে যায়। স্বাধীনতা পর ১৯৭২ সালে একতা আবার বের করি। ১৯৭৫ সালে সেই সময়কার রাজনীতির কারণে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তিত হলে একতা বন্ধ হয়ে যায়। ৭৮ সালে আবার নতুন করে একতা শুরু করি। ৮৬ সালে এরশাদের নির্বাচনের পরের দিন এই পত্রিকা বন্ধ হয়ে যায়। এরশাদের পতনের পরে আবার আমরা সংবাদপত্রটি শুরু করি। ১৯৯৩ সালে বিএনপির শাসন আমলে আমাদের ভোরের কাগজের সকল বিজ্ঞাপন বন্ধ করে দেয়। ২০০৭ তখন আওয়ামী লীগের শাসন আমল। প্রথম আলোর সকল সরকারি বিজ্ঞাপন বন্ধ করে দেয়া হয়। ২০০৭-০৮ সেই সময়কার শাসন আমলে চাপ, ভয়ভীতির কথা আমরা জানি।’

মতিউর রহমান বলেন, ‘আজ ২০১৭, আমরা কি সকলে জোর গলায় বলতে পারবো, আমাদের সকল সমস্যা পুরোপুরি শেষ হয়ে গেছে? অন্ততপক্ষে আমি বলতে পারবো না। আমি বলতে চাই, সেই সব সমস্যা থেকে আমরা এখনো মুক্তি পায়নি।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.