মিরসরাইয়ে পানিতে স্কুল ছাত্র ও বাসের ধাক্কায় নিহত ২

0

মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ে পানিতে ডুবে স্কুল ছাত্র ও সড়কে বাসের ধাক্কায় আজ রোববার নিহত হয়েছেন ২ জন ।
নানার বাড়ি বেড়াতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন ৫ বছর বয়সের শিশু শিক্ষার্থী আবদুল্ল্যাহ আল মারুফ তৌসিফ (৫)। সে মিঠাছরা এ.টি একাডেমীর কেজি শিশু শ্রেণীর ছাত্র। রোববার (৭ মে) দুপুরে উপজেলার ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের ঝুলনপোল এলাকায় তার নানার বাড়ি ইউসুফ মেম্বারের বাড়িতে এই ঘটনা ঘটে। তৌসিফ বারইয়ারহাট পৌরসভার মেহেদীনগর এলাকার আলা উদ্দিনের পুত্র।

মিঠাছরা এ.টি একাডেমীর শিক্ষক জামাল উদ্দিন বলেন, কয়েকদিন আগে তৌসিফ নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল। রোববার সকাল ১১ টার সময় সে খেলার চলে সবার আড়ালে চলে যায়। এসময় বাড়ির লোকজন তাকে অনেক স্থানে খোঁজাখুজি করলেও তার সন্ধান পায়নি। পরবর্তীতে দুপুরে বাড়ির পাশ্ববর্তী পুকুরে তার ভাসমান লাশ দেখতে পায় লোকজন। পরে তৌসিফকে উদ্ধার করে তাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়। রবিবার বিকেলে তাদের বাড়িতে তার নামাযের জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তৌসিফ তার পরিবারের সাথে মিরসরাই সদর ইউনিয়নের মিঠাছরা বাজারের একটি ভাড়া বাসায় বসবাস করতো।

এদিকে মিরসরাইয়ে দ্রুতগতির একটি বাসের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম রাহাত হোসেন (১২)। রোববার (৭ মে) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় বিএসআরএম গেইটের দক্ষিনে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাহাত নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার রেহানীয়া এলাকার আবুল কাশেমের পুত্র।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শাফায়াত উল্ল্যাহ জানান, সোনাপাহাড় এলাকায় রাহাতের পরিবার ভাড়া থাকে। রাহাত বন্ধুদের সাথে খেলাধূলা করতে মহাসড়ক পার হওয়ার সময় চট্টগ্রামগামী দ্রুতগতির একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। বাসটি আটক করা সম্ভব হয়নি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.