শবে বরাতে চসিক মেয়রের বাণী ও সিএমপি’র নিষেধাজ্ঞা

0

নিজস্ব প্রতিনিধি :  পবিত্র শবে বরাত উপলক্ষে ১২ মে শুক্রবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। শবেবরাত উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন পৃথক বাণী দিয়েছেন। তিনি তাঁর বাণীতে বলেন, শবে বরাত মুসলমানদের কাছে মহিমান্বিত রজনী। তিনি আশা করেন, আল্লাহতায়ালা পবিত্র শবে বরাতের উছিলায় প্রত্যেকটি ধর্মপ্রাণ মানুষের জীবনে মুক্তি ও সৌভাগ্য বয়ে আনবে। তিনি বন্ধুত্ব, সৌহার্দ্য ও সহযোগিতার ভিত্তিতে নগরবাসীর কাঙিক্ষত সেবা তাদের দোড়গোড়ায় পৌঁছে দিতে আল্লাহতায়ালার রহমত কামনা করেন।

এদিকে,পবিত্র শবেবরাত উপলক্ষে নগরীতে আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। গতকাল সিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে সিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মাসুদ উল হাসান বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকা বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছেন। নগরবাসীকে এই নিষেধাজ্ঞা মেনে চলার জন্য অনুরোধ করেছেন সিএমপি কমিশনার।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.