উখিয়া উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

0

শহিদুল ইসলাম, উখিয়া (কক্সবাজার)  : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসানকে গ্রেফতার ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উখিয়া উপজেলা ছাত্রদল। ২২ জুলাই সন্ধ্যা ৬ টার দিকে উপজেলা ছাত্রদলের সভাপতি রিদুয়ার ছিদ্দিকের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপি কার্যালয় গিয়ে শেষ হয়। পরে বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত পথ সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের সভাপতি রিদুয়ান ছিদ্দিক।

বক্তব্য রাখেন উখিয়া উপজেলা স্বে”ছাসেবক দলের আহবায়ক দক্ষ সংগঠক আবদুল মালেক মানিক, উখিয়া উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সাইফুল সিকদার, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইমরান খান। উপস্হিত ছিলেন, পালংখালী ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক মোঃ ইসমাইল, রায়হান, যুগ্ন আহবায়ক আবদুল্লাহ আল মামুন, রাজাপালং উত্তর ছাত্রদলের আহবায়ক টিপু, রাজাপালং দক্ষিণ ছাত্রদলের সিঃ যুগ্ন আহবায়ক রিদুয়ানুর রহমান, বাপ্পি, জিসান, আইমন, মাহবুব, এমএইচ ভুট্টো, আরমান, শাহ জাহান, মোজাম্মেল, রহুল ও আলম খান প্রমূখ।

পথসভায় বক্তারা বলেন- ঈদের দিনে বাবার কবর জিয়ারাতে যাওয়ার পথে গ্রেফতার ও ষঢ়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণ করে আওয়ামীলীগ আবারো তাদের ধর্ম বিদ্বেষী মনোভাবের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। শীঘ্রই ছাত্রদল সভাপতিকে মুক্তি দেয়া না হলে ছাত্রদল কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে। বক্তারা আরো বলেন, আওয়ামীলীগ সরকার প্রতিনিয়ত বিরোধী দলের নেতাকর্মীদের ডজন ডজন মামলা দিয়ে হয়রানি করছে। কারণ বিরোধী দলকে দমন করতে পারলে আওয়ামীলীগের ক্ষমতা চিরস্হায়ী করা সম্ভব।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.