চট্টগ্রামে ছাত্রলীগের বিভাগীয় প্রতিনিধি সভা চলছে

0

সিটিনিউজবিডি ডেস্ক :  চট্টগ্রামে ছাত্রলীগের বিভাগীয় প্রতিনিধি সভা চলছে । আজ সোমবার সকালে নগরীর জামালখানস্থ রীমা কনভেনশন সেন্টারে শুরু হওয়া প্রতিনিধি সভায় উপস্থিত আছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। প্রথমবারের মতো চট্টগ্রাম বিভাগের এ প্রতিনিধি সভা এবং কর্মশালায় ১২টি ইউনিট থেকে ১৫শ’ ছাত্রলীগ নেতাকর্মী অংশ গ্রহণ করেছেন।

সকাল ১০টায় শুরু হওয়া সভা চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে প্রতিনিধি সভায় নির্ধারিত কার্ড নেতাকর্মী ছাড়া অন্যরা প্রবেশ করতে পারেনি।
এদিকে সংবাদ কর্মীদের সভায় ঢুকতে দেয়া হয়নি।

এদিকে সভায় অংশ গ্রহণকারীরা ছাড়াও রীমা কনভেনশন সেন্টারে সামনে অবস্থান করছে ছাত্রলীগের আরো কয়েকশ নেতাকর্মী। অতিথিদের বরণ করতে সড়কের উপর অবস্থান নেয়ায় যানজটসহ বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে রীমা কনভেনশন সেন্টারে সামনের রাস্তায়। নেতাকর্মীরা রাস্তার উপর দাড়িয়ে শ্লোগান দিচ্ছে।

এ ব্যাপারে জানতে চাইলে নগর ছাত্রলীগের সহ-সভাপতি ইয়াছিন আরাফাত কচি বলেন, প্রতিনিধি সভায় সবার প্রবেশের অনুমতি নেই। আমন্ত্রিত অতিথি এবং কার্ডধারীরা অংশ নিয়েছে। বাকি নেতাকর্মী শুভেচ্ছা জানাতে এসেছে।

তিনি বলেন, এটা একটি সংগঠনিক সভা তাই সংবাদকর্মীদের আমন্ত্রন জানানো হয়নি। তবে বিকালে আমরা প্রেসবিফিং এর আয়োজন করবো।

প্রতিনিধি সভার বিষয়ে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে ছাত্রলীগ ভূমিকা রাখবে। আধুনিক শিক্ষা কার্যক্রম মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দিতেও কাজ করছে ছাত্রলীগ। কেন্দ্রীয় নেতৃবৃন্দ সারাদেশের মেধাবী ছাত্রলীগ নেতাদেরকে সরকারের নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ার কাজে ব্যবহার করতে চান। সেই লক্ষ্যে তাঁরা কাজ শুরু করেছেন। আজকের প্রতিনিধি সভা তারই অংশ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.