মিরসরাইয়ে বজ্রপাতে নিহত ২

0

মিরসরাই প্রতিনিধি::মিরসরাইয়ের বজ্রপাতে হিঙ্গুলীতে বারইয়ারহাট ডিগ্রি কলেজ ছাত্র ও করেরহাটের দক্ষিণ অলিনগরে রাজমিস্ত্রী নিহত হয়েছে। সোমবার (১৫ মে) সকালে এই ঘটনা ঘটে। উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জামালপুর গ্রামের ডা. রাখাল শর্মার বাড়ীর মৃত ডা. খোকন শর্মার পুত্র অভিজিৎ শর্মা (২০) বজ্রপাতে নিহত হয়। সে বারইয়ারহাট ডিগ্রি কলেজের বিবিএস প্রথম বর্ষের ছাত্র।

সোমবার সকালে বারইয়ারহাট পৌরবাজারে যাওয়ার সময় বজ্রপাতে গুরুতরভাবে আহত হয় অভিজিৎ। পরে তাকে উদ্ধার করে প্রথমে বারইয়ারহাট জেনারেল হাসপাতাল এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন হারুন বজ্রপাতে কলেজ শিক্ষার্থী অভিজিৎ শর্মার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

অপরদিকে একইসময় উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিন অলিনগর গ্রামের লাদেন টিলা এলাকার ফয়েজ কোম্পানী বাড়ীর নুরুল মোস্তফার পুত্র নুরের নবী (৩৫) বজ্রপাতে নিহত হয়। সে পেশায় রাজমিস্ত্রী এবং ১ ছেলেও ১ মেয়ের জনক। নিজ বসতঘরে তিনি বজ্রপাতে মারাত্মকভাবে আহত হলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। করেরহাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফেয়ার মিয়া মিন্টু বজ্রপাতে রাজমিস্ত্রী নুরের নবীর মৃত্যুর বিষয়ে সত্যতা স্বীকার করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.