‘ঝুঁকি নিয়ে শেখ হাসিনা দেশকে মর্যাদার আসনে প্রতষ্ঠিত করেছে’

0

নিজস্ব প্রতিবেদক::জাতির জনক বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার ৬ বছর নির্বাচন শেষে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার জন আকাঙ্কাকে পুনর্জ্জুীবিত করেছেন। বহু আন্দোলন-সংগ্রাম ও মৃত্যুঝুঁকি অতিক্রম করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশকে মর্যাদার আসনে প্রতষ্ঠিত করেছেন। সর্বোপরি বাংরাদেশ এখন সারা বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।

আজ বিকেলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার ৩৭ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে সংগঠনের দারুল ফজল মার্কেটস্থ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী সভাপতির ভাষণে একথা বলেন। তিনি আরো বলেন, শেখ হাসিনার প্রাণনাশের জন্য ডজনখানেক পরিকল্পনা হয়েছে। তারেক জিয়ার হাওয়া ভবন থেকে বিএনপি জামাত জোট সরকারের আমলে প্রকাশ্যে গ্রেনেড হামলা হয়েছে। সৌভাগ্যক্রমে শেখ হাসিনা রক্ষা পেলেও আইভী রহমানসহ নেতাকর্মীর প্রাণ কেড়ে নেয়।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার হাত খুনে রাঙানো তিনি জঙ্গীবাদের হোতা। তিনি এখনো বাংলাদেশকে আবার পাকিস্তান বানানোর স্বপ্ন দেখছেন। ২০১৯ সালের জাতীয় নির্বাচন অস্তিত্ব রক্ষার নির্বাচন। তাই এই নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করার জন্য সব শক্তি নিয়োগ করতে হবে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শফিক আদনানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি আলহাজ্ব নঈম উদ্দিন চৌধুরী, জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রশীদ, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, আইন সম্পাদক এড. ইফতেখার সাইমুল চৌধুরী, নির্বাহী সদস্য প্রকৌশলী বিজয় কিষাণ চৌধুরী, সদরঘাট থানার সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর চৌধুরী সিইনসি স্পেশাল, ওয়ার্ড আওয়ামী লীগের সলিমউল্লাহ বাচ্চু, নাজিম উদ্দিন চৌধুরী।

সভায় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সম্পাদকমন্ডলীর সদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক, সৈয়দ হাসান মাহমুদ চৌধুরী শমসের, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, হাজী জহুর আহাম্মদ, আবদুল আহাদ, ইঞ্জি: মানস রক্ষিত, শহীদুল আলম, নির্বাহী সদস্য এম এ জাফর, মোহাম্মদ ইয়াকুব, আবুল মনসুর, সৈয়দ আমিনুল হক, আহামদ ইলিয়াছ, আবদুল লতিফ টিপু, মোর্শেদ আক্তার চৌধুরী, গৌরাঙ্গ চন্দ্র ঘোষ, থানা আওয়ামী লীগের আলহাজ্ব ফিরোজ আহাম্মদ, হাজী সিদ্দিক আলম, শাহাবুদ্দিন আহামদ, আনছারুল হক, ওয়ার্ড আওয়ামী লীগের এস কে পাল, আতিকুর রহমান, আবুল বশর, আবদুল মান্নান, ইসাকান্দর মিয়া, ফয়েজ উল্লাহ বাহাদুর, জসিম উদ্দিন, যুবলীগের দেলোয়ার হোসে খোকা, ফরিদ মাহমুদ, মাহবুবুল হক সুমন প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.