বিদ্যুৎ উন্নয়নের নামে লুটপাট হচ্ছে: নোমান

0

সিটিনিউজ ডেস্ক::বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, ‘আমরা চাই দেশের মানুষের কাছে গণতন্ত্র ফিরিয়ে দিতে। গণতন্ত্র ফিরিয়ে দিতে হলে সংবিধান থেকে নির্বাচন পদ্ধতি নিয়ে যে নিয়মগুলো বাদ দেয়া হয়েছিল, সেগুলো সংযুক্ত করলে আওয়ামী লীগকে আর দেশ ছেড়ে পালাতে হবে না।’

মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব) কর্তৃক আয়োজিত জিয়াউর রহমানের ৩৬তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে ও খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে আলোচনা ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সবাই মিলে নির্বাচনে অংশ নিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। সহায়ক সরকারের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন দিলেই দেশের চলমান সমস্যার সমাধান হবে। আমরা সহায়ক সরকারের জন্য বদ্ধপরিকর।’

বিএনপির ভিশন-২০৩০ নিয়ে আওয়ামী লীগ নেতাদের সমালোচনার জবাবে নোমান বলেন, ‘খালেদা জিয়া ভিশন-২০৩০ উপস্থাপনের পর আওয়ামী লীগের নেতারা কেউ এটাকে তামাশা, কেউ চুরি, অনুকরণ বলে আখ্যা দিয়েছিলেন। কিন্তু তাদের নেত্রী এটাকে পরবর্তীতে ইতিবাচক রাজনীতি হিসেবে দেখেছেন। আমি প্রধানমন্ত্রীকে বলবো, আপনার শুভবুদ্ধির উদয় হলে গণতন্ত্র ফিরিয়ে দিয়ে নিরপেক্ষ নির্বাচন দিন।’

দেশে বিদ্যুৎ উন্নয়নের নামে লুটপাট হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘ বিদ্যুৎ উন্নয়নের নামে বাজেটের যে টাকা দেয়া হয় সে টাকা নিজেদের মধ্যে লুটপাট করে; নিজেদের অনেক নেতাই আঙুল ফুলে কলাগাছ হয়েছে। দেশের মানুষ আজ বিদ্যুতের অভাবে কষ্টে জীবন-যাপন করছেন। অথচ সরকার বিদ্যুতের উন্নয়নের কথা বলে।’

আওয়ামী লীগ সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘গুম এবং খুনের রাজনীতির দায়ভার আওয়ামী লীগকে ভোগ করতে হবে। আওয়ামী লীগ নেতারা নিজেরাই বলছেন এখন কঠিন সময় যাচ্ছে। তারা যদি নিজেদের গোছাতে না পারেন, আওয়ামী লীগ তাদের নেতাদের রক্ষা করতে পারবে না।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.