চুয়েট ভিসির সাথে ‘ফুটবট’ চ্যাম্পিয়ন টিমের সাক্ষাত

0

নিজস্ব প্রতিবেদক::চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) -এর মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সাথে সৌজন্য সাক্ষাত মতবিনিময় করেছে ‘আরএমএ ফুটবট-২০১৭’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন টিম ‘স্পার্টা রেডেম্পশন’।

রোববার (২৮ মে) সকালে চুয়েট ভাইস চ্যান্সেলর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন- দলনেতা অজয় দাস, রুবাইয়াত আলীম ঋদ্ধি, অমিত মজুমদার ও জিল্লুর রহমান প্রমুখ। এ সময় চুয়েটের রোবটিক চর্চা ও গবেষণামূলক সংগঠন রোবো মেকাট্রনিক্স অ্যাসোসিয়েশনের (আরএমএ) নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় চুয়েট উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, রোবো মেকাট্রনিক্স অ্যাসোসিয়েশন (আরএমএ) রোবটিক চর্চায় অনেক সফলতা বয়ে এনেছে। ভবিষ্যতে আরও অনেক সাফল্য আসবে। বর্তমান অগ্রযাত্রা অব্যাহত রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, আগামী দিনেও এ ধরণের ব্যতিক্রমী আয়োজনে চুয়েট প্রশাসন পাশে থাকবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোবো মেকাট্রনিক্স অ্যাসোসিয়েশনের (আরএমএ) সভাপতি সৈয়দ রেজাউল হক পিদিম, সাধারণ সম্পাদক সারোয়ার হাসান রাতুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসিফুর রহমান, অর্থ সম্পাদক তাপস পাল, নির্বাহী সদস্য রাদিফ উদ্দিন আহমেদ, সামা-ই-শান সৌম্য, ফাইয়াজ হাসান, সুমাইয়া তরু, ইসমাদ আহমেদ ইশা ও বরকত উল্লাহ মাসুম প্রমুখ।

উল্লেখ্য, চুয়েটের আরএমএ’র উদ্যোগে গত ২৬ মে চুয়েটের পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) ভবনে আয়োজিত দেশের প্রথম রোবটের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিশ্বকাপ ফুটবলে আদলে সাজানো প্রতিযোগিতায় গ্রুপ পর্বে ৩২ টি টিম থেকে ১৬ টি টিম সিলেকশন রাউন্ডে খেলে। প্রতিটি পর্বই ছিল নক-আউট। এরপর কোয়ার্টাল ফাইনালে বুয়েট, সাস্ট এবং আইআইইউসি’র রোবটগুলোকে পিছনে ফেলে চুয়েটের ৪ টি টিমই সেমিফাইনাল খেলে।

শুক্রবার রাত সাড়ে ৮ টার ফাইনাল ম্যাচে অংশ নেন চুয়েটের দুই টিম স্পার্টা রেডেম্পশন এবং এফসি সাউথ রাইজার। ফাইনালে স্পার্টা রেডেম্পশন ৩-০ গোলে প্রতিপক্ষকে হারিয়ে শিরোপা জিতে নেন। পুরষ্কার হিসেবে চ্যাম্পিয়ন দল ৩০ হাজার এবং রানার আপ দল ২০ হাজার টাকা মোট ৫০ হাজার টাকার প্রাইজমানি পান। প্রতিযোগিতায় দেশের ৮ টি বিশ্ববিদ্যালয়ের ৩২ টি দল অংশগ্রহণ করেছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.