ভারী বর্ষণে চট্টগ্রাম-দোহাজারী রেল যোগাযোগ বিঘ্ন

0

বোয়ালখালী প্রতিনিধি::রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম-দোহাজারী রেল যোগাযোগ বিঘ্ন ঘটেছে। গতকাল মঙ্গলবার রাতে ভারী বর্ষণে বেঙ্গুরা স্টেশনের কাছাকাছি বোয়ালখালী-পটিয়া সীমান্তবর্তী বোয়ালখালী খালের উপর ২৪ নং রেলওয়ে সেতুতে ধস নামে।

ফলে  বুধবার (৩১ মে) সকাল ৭ টায় চট্টগ্রামের উদ্দেশ্যে দোহাজারী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী রেল পটিয়া ধলঘাট স্টেশনে আটকা পড়েছে জানিয়েছেন গোমদন্ডী রেলওয়ে স্টেশন
মাষ্টার মো. জাফর।

তিনি বলেন, ২৪নং সেতুর মেরামতের কাজ চলছে। তবে কবে নাগাদ এর কাজ শেষ হবে তা বলা যাচ্ছে না। আপাতত রেল চলাচলের জন্য সাময়িকভাবে সেতুটিকে রেল চলাচলের উপযোগী করা হয়েছে। ধলঘাটে আটকা পড়া যাত্রীবাহি রেলটি দুপুর দেড়টার দিকে গোমদন্ডী রেল স্টেশন ত্যাগ করে। এ রেল লাইনে প্রতিদিন একজোড়া যাত্রীবাহী রেল চলাচল ও
দোহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টের জন্য ফার্নেস অয়েলবাহী ওয়াগণ রেল চলাচল করে।

প্রসঙ্গত বোয়ালখালী উপজেলার ১৩নং রেলওয়ে সেতু ও ২৪ নং রেলওয়ে সেতু দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হয়ে পরে। ২৪নং সেতুতে দোহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টের জন্য নেয়া ফার্নেস অয়েলবাহী ওয়াগণ রেল দূর্ঘটনায় পড়েছিল।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.