পরিবেশ বলতে শুধু সুন্দরবন বোঝায় না: মন্ত্রী

0

সিটিনিউজ ডেস্ক::পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দৃষ্টি রয়েছে জানিয়ে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, আর পরিবেশ বলতে শুধু সুন্দরবন বোঝাচ্ছে না, কেবল বঙ্গোপসাগর বোঝাচ্ছে না।। তিনি বলেন, ‘পরিবেশ বলতে সমগ্র বাংলাদেশকে সবুজ, সুন্দর, মানুষের জন্য বসবাসের যোগ্য একটি দেশ বোঝায়।’

বরিবার আন্তর্জাতিক পরিবেশ দিবস ও বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রীর উদ্যোগের প্রশংসাও করেন আনোয়ার হোসেন মঞ্জু। বলেন, ‘পরিবেশ বলতে সবাই আমরা মনে করি, পরিবেশ আর বন, এই মন্ত্রণালয় এর দায়িত্বে। কিন্তু ইউ হ্যাভ টেইকেন অ্যা কমপ্রিহ্যানসিভ প্ল্যান, যার ভেতরে মৎস্য আছে, যার ভেতরে কৃষি আছে, যার ভেতরে ইন্ডাস্ট্রি আছে, যার ভেতরে পানিসম্পদ আছে।’

ব্যক্তিগত পর্যায়ে বা সরকারি উদ্যোগে যেসব আবাসন তৈরি হচ্ছে বা রাস্তাঘাট নির্মাণ হচ্ছে সেগুলোও যাতে পরিবেশবান্ধব হিসেবে গড়ে সে জন্য সরকারের উদ্যোগ রয়েছে বলেও জানান মন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কীভাবে এত পরিশ্রম করেন-সেটা দেখে খানিকটা অবাক পরিবেশ মন্ত্রী। শেখ হাসিনার অধীনে ১০ বছর মন্ত্রিপরিষদে থাকার অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন, বাংলাদেশের মানুষ অনেক পরিশ্রমী এ জন্য তিনি গর্ববোধ করেন। কিন্তু তার চেয়েও বেশি কাজ করেন প্রধানমন্ত্রী।

পরিবেশ মন্ত্রী বলেন, ‘আপনি কঠোর পরিশ্রমী একজন ব্যক্তি। প্রায় ১০ বছর আপনার চাকরি করি। এত পরিশ্রম কী করে করেন? আমি মাঝেমাঝে একটু অহংকার বোধ করি আমাদের সম্পর্কে যে আমরা কঠোর পরিশ্রমী। কিন্তু আমাদের স্বীকার করতে দ্বিধা বোধ হয় না, আমি কুণ্ঠিত হই না, যখন আমি দেখি আপনি আমাদের তুলনায় অনেক অনেক বেশি পরিশ্রম করছেন।’

‘আমি আশ্চর্যান্বিত হয়ে যাই যে বাংলাদেশের প্রতিটি বিষয়, প্রতিটি অঞ্চল, প্রতিটি এলাকা সম্পর্কে প্রতিদিন আপনার ধারণা স্পষ্ট হচ্ছে। যার ফলে সিদ্ধান্ত গ্রহণে কখনও ভ্রান্তি হয় না।… আমাদের প্রবৃদ্ধি ৬, ৭ এ উঠেছে, আগামীতে ৮, ৯ এ নিতে লক্ষ্য ঠিক করেছেন। পৃথিবীর সব দেশ যেখানে আর্থিক সীমাবদ্ধতার মধ্যে, সংকটের মধ্যে আছে, সকলে এখন পকেটে হাত দিয়ে কথা বলা শুরু করে দিয়েছে, এমন একটি সময়ে আপনি এগিয়ে যাচ্ছেন’-বলেন পরিবেশমন্ত্রী।

শুধু বাংলাদেশের পরিবেশ এবং বনের ক্ষেত্রে নয়, বিশাল জনসংখ্যার অর্থনীতির ব্যবস্থাপনা এবং ডলারের মূল্য স্থিতিশীল রাখায়ও প্রধানমন্ত্রীর প্রশংসা করেন পরিবেশ ও বন মন্ত্রী। তিনি বলেন, ‘অনেকে এ কথা বলে ও কথা বলে। কিন্তু এ কথা বলে না যে ডলারের দাম স্থিতিশীল রাখার কারণে আমরা কতটা লাভবান হচ্ছি।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.