বোয়ালখালীতে সাত চালককে কারাদন্ড

0

বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীতে সাত চালককে সাত দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া দুই চালককে ৫শত টাকা করে জরিমানা ও এক মুদি দোকানদারকে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৫ জুন) উপজেলা সদরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আখতার।

তিনি জানান, সড়কে যত্রতত্র গাড়ি পাকিং, যাত্রী ওঠা নামা করে যানজট সৃষ্টির মাধ্যমে করে জনদূভোর্গ সৃষ্টি করে। এসময় ভ্রাম্যমাণ আদালত মোটর যান অধ্যাদেশ ১৯৮৩ এর ১৮০ ধারায় গাড়ি চালক ইব্রাহীম (২৩), মো. কাইয়ুম (১৬), মো. জফুর আলম (৩৮), মো. ইউছুপ (৪০) ও মো. বেলাল (২৫) কে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। একই আইনে চালক মনছফ আলী ও শামসুল আলমকে ৫শত টাকা করে জরিমানা করা হয়।

এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ৩৯ ধারায় পৌর সদরের মুদি দোকানদার আবুল বশর(৫৫)কে ১০হাজার টাকা জরিমানা করা হয়।
সড়কে যত্রতত্র গাড়ি পার্কিং ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.