বিষাক্ত ক্যামিকেল ব্যবহারে খাবার তৈরি করায় জরিমানা

0

সিটিনিউজবিডি ডেস্ক :    পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে রাখা এবং রোজাদারদের মাঝে ভেজালমুক্ত দ্রব্যসামগ্রী বিক্রি নিশ্চিত করার জন্য ৭ জুন ২০১৭ খ্রি. বুধবার, দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস এর নেতৃত্বে মহানগর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

অভিযানকালে নগরীর কোতোয়ালী ও চকবাজার থানাধীন রান্নাঘর অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ এবং বিষাক্ত ক্যামিকেল ব্যবহার করে খাবার তৈরি করায় সবুজ হোটেলকে ৫ হাজার টাকা, কারখানায় দুর্গন্ধ, নোংরা ও অস্বাস্থ্যকর  পরিবেশে খোলা ছাদের উপর সেমাই শুকানোর দায়ে ফকির কবির বেকারীর দিলীপ সিংহকে ১৫ হাজার টাকা, সিরাজদ্দৌল্লা রোডে অস্বাস্থ্যকর  ও নোংরা পরিবেশ এবং বিষাক্ত ক্যামিকেল পাওয়ায় ইকবাল সুইটস এর মো. হোসাইনকে ৫ হাজার টাকা ও সবজি দোকানে পণ্যের তালিকা না টাঙ্গানোর দায়ে দিদারুল আলমকে ৫ হাজার টাকা সহ সর্বমোট ৩০ হাজার টাকা জরিমান আদায় করা হয়।

অভিযানকালে স্যানিটারী ইন্সপেক্টর সহ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ ও সিএমপি পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.