টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ডের

0

স্পোর্টস ডেস্ক::চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ের ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড।

শনিবার এজবাস্টনে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে স্মিথের দলকে ব্যাটিংয়ে পাঠান ইংল্যান্ড দলপতি মরগান। হারলে বিদায়, জিতলে সেমিফাইনাল এমন সমীকরণ নিয়ে বিকাল সাড়ে তিনটায় ব্যাট করতে নেমেছে অস্ট্রেলিয়া।

আজকের ম্যাচে হারলেই বিদায় ঘণ্টা বেজে যাবে অস্ট্রেলিয়ার। অন্যদিকে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে ইংল্যান্ড ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে। তাই সেমিফাইনালে যেতে হলে অস্ট্রেলিয়ার জয়ের বিকল্প নেই। হারলেই প্রতিযোগিতা থেকে ছিটকে পড়তে হবে স্মিথবাহিনীকে। সেজন্য অস্ট্রেলিয়ার জন্য আজকের ম্যাচটি ডু অর ডাই হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে ইংল্যান্ডের জন্য এটি নিয়ম রক্ষার ম্যাচ হয়েছে।

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচের দিকে তাকিয়ে আছে বাংলাদেশের সমর্থকরা। কারণ আজকের ম্যাচে অস্ট্রেলিয়া হারলেই প্রথমবারের মত টুর্নামেন্টের সেমিফাইনালে উঠবে টাইগাররা।

এদিকে আজকের ম্যাচে ইংল্যান্ড ছাড়াও অস্ট্রেলিয়ার আরেক প্রতিপক্ষ হয়েছে আবহাওয়া। আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা থাকার কথা বলা হয়েছে। বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলে ‘এ’ গ্রুপের দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশের।

অস্ট্রেলিয়া দল

স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চ, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, মইসেস হেনরিকস, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, ম্যাথু ওয়েড ও অ্যাডাম জাম্পা।

ইংল্যান্ড দল

ইয়ন মরগ্যান (অধিনায়ক), মঈন আলী, জ্যাক বল, জস বাটলার, অ্যালেক্স হেলস, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ও মার্ক উড।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.