চট্টগ্রাম ওয়াসার ৪৩তম সভা অনুষ্ঠিত

0

নিজস্ব প্রতিবেদক::এগারটি আলোচ্য সূচী নিয়ে চট্টগ্রাম ওয়াসা বোর্ডের ৪৩তম সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জুন) সকাল ১১.০০ ঘটিকায় চট্টগ্রাম ওয়াসা বোর্ডরুমে ওয়াসা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডঃ প্রকৌশলী এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এর মধ্যে ৪২ তম সাধারণ সভার কার্যবিবরনী নিশ্চিত করন, চট্টগ্রাম ওয়াসা বোর্ড সভার সিদ্ধান্তসমুহের অগ্রগতির প্রতিবেদন, আয়-ব্যয় সম্পর্কে প্রতিবেদন,প্রধান রাজস্ব কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটের কার্যক্রমের প্রতিবেদন, প্রকল্পের কাজের অগ্রগতির প্রতিবেদন, চট্টগ্রাম ওয়াসা কর্তৃক বাস্তবায়নাধীন ‘‘চিটাগাং ওয়াটার সাপ্লাই ইমপ্রুভমেন্ট এন্ড স্যানিটেশন প্রকল্প ” এর অধীনে চট্টগ্রাম শহরের জন্য প্রণয়নকৃত স্যানিটেশন ও ডেনেজ মাষ্টার প্ল্যান অনুমোদন , চট্টগ্রাম ওয়াসার ২০১৫-২০১৬ অর্থ বছরের বার্ষিক চূড়ান্ত হিসাব নিরীক্ষার জন্য বহিঃ নিরীক্ষক চার্টাড একাউন্ট্যান্টস ফার্ম ‘‘khan wahab shafique rahaman co” কে নিয়োগের অনুমোদন , চট্টগ্রাম ওয়াসা কর্তৃক বাস্তবায়নাধীন ‘‘চিটাগাং ওয়াটার সাপ্লাই ইমপ্রুভমেন্ট এন্ড স্যানিটেশন প্রকল্প ” এর অধীনে (package- w5: construction of transmission main from kalurghat to patenga BPS and related distribution Pipelines’’শীর্ষক কাজে প্রাপ্ত দরপত্র সমূহের মূল্যায়ন প্রতিবেদন মন্ত্রনালয়ে প্রেরন ব্যবস্থাপনা পরিচালকের প্রদত্ত ক্ষমতায় সম্পাদিত কাজে অর্থ বরাদ্দের বিষয় অবহিতকরনসহ বিভিন্ন বিষয়াদি আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।

উক্ত সভায় চট্টগ্রাম ওয়াসা বোর্ডের সম্মানিত সদস্য স্থানীয় সরকার বিভাগের অতি: সচিব মিসেস নাসরিন আকতার, জনাব মোঃ সোলায়মান আলম সেঠ, জনাব শওকত হোসেন এফসিএ ,জনাব এ,এফ,এম কবির মানিক , জনাব এ,এম আনোয়ারুল কবির, জনাব তপন চক্রবর্তী ,ডাঃ মোহাম্মদ শরীফ, জনাব জাফর আহমেদ সাদেক ও চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ,কে,এম ফজলুল্লাহ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন/প্রকৌশল/অর্থ),সচিব, বানিজ্যিক ব্যবস্থাপক, প্রধান প্রকৌশলীসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে সভার কার্যক্রমে সহযোগিতা করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.