অবশেষে মহেষখালের কোটি টাকার বাঁধ অপসারণ

0

গোলাম সরওয়ার :  অবশেষে চট্টগ্রাম মহানগরীর মহেষখালের ওপর নির্মিত বাঁধ নির্মাণের মাত্র দেড় বছরের মাথায় অপসারণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে স্থানীয়দের দাবির মুখে আলোচিত এই বাঁধ অপসারণের কাজ শুরু করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বাঁধ অপসারণকে কেন্দ্র করে সকাল থেকে উৎসুক হাজার হাজার জনতা ভিড় জমায়।

অপসারণের আগে সাংবাদিকদের সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেন, জনগণের দাবিতে এই বাঁধ দেয়া হয়েছিল। এখন আবার জনগণের দাবির প্রতি সম্মান রেখে তা অপসারণ করা হচ্ছে। এতে করে জনগণের সুফল না কুফল হবে তা বলতে পারবো না।


প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তড়িঘড়ি করে বন্দর অডিটোরিয়াম সংলগ্ন মহেষখালের ওপর বাঁধ নির্মাণ করে। নির্মাণ কাজ শুরুর সময় নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন, তৎকালীন বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল নিজাম উদ্দিন সহ স্থানীয় জনপ্রতিনিধি ও ঊর্ধ্বতন বন্দর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.