১ কোটি ৩০ লাখ টাকার ভারতীয় শাড়ী আটক

0

মিরসরাই প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে পাচার করার সময় মিরসরাইয়ের বড়দারোগারহাট এলাকা থেকে ট্রাকসহ ১ কোটি ৩০ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ী উদ্ধার করেছে র‌্যাব-৭ ফেনীর একটি দল। বুধবার (১৪ জুন) ভোর ৬ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়দারোগারহাট এলাকা থেকে শাড়ীগুলো উদ্ধার করা হয়। র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের লেঃ কর্ণেল শাফায়াত জামিল ফাহিম এই তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, ভারতীয় শাড়ীগুলো চট্টগ্রাম শহরে নিয়ে যাচ্ছিলো মিরসরাইয়ের ভারতীয় সীমান্তবর্তী করেরহাট ইউনিয়নের এরফান, স্বপন ও রাজুর নেতৃত্বে একটি সিন্ডিকেট।
র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের লেঃ কর্ণেল শাফায়াত জামিল ফাহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের ওই স্থানে অভিযান চালায় র‌্যাব। এসময় একটি ট্রাকসহ ২০ হাজার ৬শ’ ৯ পিচ ভারতীয় শাড়ী উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য ১ কোটি ৩০ লাখ ৪৫ হাজার টাকা। ট্রাক চালক পালিয়ে যায়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.